কলকাতা: ইডি তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ করলেন ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকের। তাঁর অভিযোগ, পরিবারের মহিলারাও ছাড়া পাননি। বাবার মৃত্যুর পর এক ইঞ্চি জমি পরিবারের কেউ কেনেননি। ব্রিটিশ আমলে পরিবারের ওপর অত্যাচার হয়েছিল। বিজেপির আমলেও হচ্ছে। পাশাপাশি PSC দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করলেন তিনি।
অভিযোগ ওঠে, সরকারি কর্মী না হয়েও PSC তে সদস্য হন জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয়। এক্ষেত্রেও মন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে
TV9 বাংলার প্রতিনিধিকে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা বললেন, “যিনি অভিযোগ করছেন, তাঁর তো পড়াশোনা নেই। PSC একটা সাংবিধাবিক প্রতিষ্ঠান। সেটা চালায় কমিশন। সেখানে কোনও ব্যক্তির ভূমিকা নেই। যা কথা বলছেন, তা ভিত্তিহীন।”
রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। কিন্তু জ্যোতিপ্রিয়র দাদার বক্তব্য, তাঁরা পারিবারিকভাবে এতটাই বনেদি, যে আলাদা করে জমি কেনার কোনও প্রয়োজনই পড়েনি। তাঁরা পৈত্রিকভাবেই অনেকটা লাভবান। তাঁর স্পষ্টই বক্তব্য, তাঁদের বাবার কেনা জমির পর আর এক ইঞ্চিও জমি কেউ কখনও কেনেননি।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে চক্রী বাকিবুর রহমানের টাকাতেই নাকি বিদেশ ভ্রমণ করেছিলেন জ্যোতিপ্রিয়র পরিবারের সদস্যরা। কিন্তু দেবপ্রিয় বলছেন, তাঁদের মার্কিন মুলুকে ভ্রমণ করার জন্য বাকিবুরের মতো ব্যক্তির প্রয়োজন পড়ে না। তাঁর দাবি, গোটা তাঁর ভাই ও পরিবারের সদস্যরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
মন্ত্রীর দাদা দাবি করেন, হাসপাতালে থাকাকালীনই তাঁর ভাই জানিয়েছেন, যেভাবে পরিবারের সদস্যদের হেনস্থা করা হচ্ছে, তাতে তিনি অত্যন্ত বিব্রত। আপাতত হাসপাতাল থেকে ছুটি পেয়ে ইডি-র ‘ঘরে’ একটা রাত কাটিয়ে ফেলেছেন জ্যোতিপ্রিয়। তাঁকে জেরা চলছে। সোমবারই ইডি-র দেবব্রত মল্লিককে ডেকে পাঠিয়েছিলেন। একাধিক নথি নিয়ে তদন্তকারীদের সঙ্গে দেখা করেন দেবপ্রিয়। বেরনোর সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ইডি জ্যোতিপ্রিয়র একটি চিঠি চেয়েছিল। সেটাই দিতে তিনি এসেছিলেন। রবিবারই ইডি-র মুখোমুখি হতে হয় মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনীকেও।