কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর রাজারহাট রোডের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশির মাঝেই বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরোতে দেখা যায় দেবরাজকে। সঙ্গেই ছিলেন সিবিআই-এর আধিকারিকরা। গাড়িতে তোলা হয় দেবরাজকে। তাঁর আরও একটি বাড়ি রয়েছে, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে বলে নিজেই জানান দেবরাজ। রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, ”
সিবিআই আধিকারিকরা এসেছিলেন। তাঁরা একটি তদন্তের স্বার্থে আসেন। কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।”
সকাল থেকেই রাজ্যের মোট চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছিল দেবরাজের রাজারহাটের বাড়িতেও। তিন তলা সেই বাড়ির নীচের তলায় তাঁর কার্যালয়। এদিন সকাল থেকেই বাড়ির দরজা ছিল বন্ধ। বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। বেলা ১ টার সময়ে দেবরাজ বাড়ি থেকে বের হন। দেবরাজকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁর সঙ্গে ছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁর আরেকটি বাড়িতে তদন্তের স্বার্থেই নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান দেবরাজ।
সূত্রের খবর, 54 GNS সরণির বালাজি আবাসনে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এই অ্যাপার্টমেন্টেরই দোতলায় অদিতি মুন্সীর স্টুডিও। সেখানে এখন তল্লাশি করছেন সিবিআই আধিকারিকরা। শোনা যাচ্ছে, রাজারহাটের বাড়িতে তল্লাশির সময়ে দেবরাজের পাশাপাশি অদিতি মুন্সীকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।