কলকাতা: খাস কলকাতায় রাস্তায় মাটি খুঁড়ে দেহ উদ্ধার। কাশী বোস লেনে মাটি খুঁড়ে এদিন বিকালে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। সকাল থেকেই তীব্র দুর্গন্ধে ঢেকে গিয়েছিল গোটা এলাকা। টিকতে না পেরে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। এলাকা সূত্রে খবর, ৩-৪ দিন আগেই এই দেহটি আটকে পড়েছিল। এদিন পচা গন্ধ বেরোতেই চাপানউতোর বাড়তে থাকে। মাটির নিচে কিছু একটা যে পচেছে সেই সন্দেহ মাথাচাড়া দেয় সকলের মনেই। কিন্তু, পুলিশ এসে মাটি খুঁড়তেই যা বের হল তা দেখে চোখ কপালে তুলছেন সকলেই। ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা শহরজুড়েই।
প্রসঙ্গত, ক্ষুদিরাম বোস কলেজের উল্টোদিকে ট্রাম লাইনের পাশে দিন কয়েক আগেই পাইপ লাইনের কাজ হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। গত ৯ তারিখ পর্যন্ত কাজ হয়। ১০ তারিখ নির্বাচন থাকায় কাজ বন্ধ ছিল। বৃষ্টিতে মাটি নরম থাকায় কোনওভাবে ওই মহিলা পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান বড়তলা থানার পুলিশের।
তবে রাস্তার পাশের মাটি ধসে গিয়ে নিচে পড়ে গিয়ে মহিলার মৃত্যু, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। পাশাপশি দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পট হবে বলেই মনে করেছেন তদন্তকারীরা।