Weather Update: পশ্চিমাঞ্চলের দিকে সরল গভীর নিম্নচাপ, ভয় কাটছে না বাড়ছে?

Weather Update: শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও দুর্যোগ চলবে। ২৭ জুলাই মুর্শিদাবাদ, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Weather Update: পশ্চিমাঞ্চলের দিকে সরল গভীর নিম্নচাপ, ভয় কাটছে না বাড়ছে?
কী বলছে অবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 25, 2025 | 10:18 PM

কলকাতা: রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে সরল গভীর নিম্নচাপ। রাতে মেদিনীপুর থেকে ৩০ কিমি উত্তরপূর্বে নিম্নচাপের অবস্থান। বাঁকুড়া থেকে ৮০ কিমি দূরে গভীর নিম্নচাপ। নিম্নচাপের জেরে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইছে। হাওয়া অফিস বলছে, বাংলার উপর দিয়েই ঝাড়খণ্ডে সরে যাবে নিম্নচাপ। এদিন সকাল থেকেই গোটা রাজ্যজুড়েই চলেছে তুমুল বৃষ্টি। কখনও বেড়েছে বেগ, কখনও কমেছে। 

আবহাওয়া দফতর বলছে শনিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন রাতের দিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পুরুলিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা থাকছে। ভারী থেকে অতিবারী বৃষ্টির সঙ্গে এখানেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে এদিন দিনভর হলুদ সতর্কবার্তা ছিল। 

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও দুর্যোগ চলবে। ২৭ জুলাই মুর্শিদাবাদ, নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভবনা।