AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata Explained: এত অনিয়ম! দায় কার? আগুন নিভলেও প্রশ্ন ‘জ্বলছে’

Fire in Kolkata Explained: বিগত কয়েক মাসে বারবার আগুন লেগেছে শহরের নানা প্রান্তে। আরুপোতা থেকে তপসিয়া, দক্ষিণদাঁড়ি থেকে চিনারপার্ক, প্রায়শই দেখা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। বারবার আগুন, তারপরেও কেন সতর্ক হচ্ছে না প্রশাসন?

Fire in Kolkata Explained: এত অনিয়ম! দায় কার? আগুন নিভলেও প্রশ্ন 'জ্বলছে'
উঠছে একাধিক প্রশ্ন Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 2:24 PM
Share

তথ্য সূত্র- সায়ন্ত ভট্টাচার্য, সুশোভন ভট্টাচার্য, আব্দুল আজিজ, সুপ্রিয় গুহ কলকাতা: দায় কার? বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ড তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। দমকল মন্ত্রী বলছেন, হোটেল কর্তৃপক্ষের গাফিলতিতেই এত কাণ্ড! স্থানীয় বাসিন্দারা বলছেন, কাজ করেনি হোটেলের অগ্নি নির্পাপণ ব্যবস্থা। রিজার্ভার থাকলেও জল মেলেনি। দমকলের ডিজি রণবীর কুমারও বলছেন, হোটেলের ভিতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই ছিল না। অগ্নি নির্বাপণের জন্য ব্যবহৃত সিলিন্ডারও অনেক জায়গায় অকেজো অবস্থায় পড়েছিল। স্প্রিংকলার থাকলেও কাজ করিনি। জলের রিজার্ভারে জল চলছিল না। ৬ তলা বিলাসবহুল এই হোটেলে ঘরের সংখ্যা ৪২। প্রত্যেকদিনই মেছুয়া বাজারের ওই ব্যস্ত এলাকায় প্রচুর মানুষের যাতায়াত। একটু অর্থবান ব্যবসায়ী অথবা স্বচ্ছল পরিবারের অনেক মানুষকেই এই হোটেলে নানা প্রয়োজনে ঘর...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন