Dhakuria Death: ‘৫ টাকা কম পড়েছিল’, ঢাকুরিয়ায় পিটিয়ে খুনের ঘটনায় অভিযোগ পরিবারের

Dhakuria: এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা ওই মদের দোকানে ভাঙচুর চালায়। এলাকাজুড়ে শুধুই কাচের টুকরো পড়ে আছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের ভাঙা বোতল। পরে ময়লা ফেলার গাড়িতে সেগুলি তুলতে দেখা যায় এক ব্যক্তিকে।

Dhakuria Death: '৫ টাকা কম পড়েছিল', ঢাকুরিয়ায় পিটিয়ে খুনের ঘটনায় অভিযোগ পরিবারের
অভিযুক্ত নীল গেঞ্জি পরা যুবক।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 10:05 PM

কলকাতা: মদের দোকানে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ খাস কলকাতায়। রবিবার দুপুরে ঢাকুরিয়ায় এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ৫ টাকা নিয়ে বচসার জেরে এই ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকুরিয়া ব্রিজের পাশে ওই মদের দোকান। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে সেই দোকানে গিয়েছিলেন স্থানীয় ১২/ডি পঞ্চাননতলা রোডের বাসিন্দা সুশান্ত মণ্ডল। ওই দোকানির সঙ্গে ৫ টাকা নিয়ে ঝামেলা শুরু হয়। অভিযোগ, এরপরই দোকান থেকে বেরিয়ে এসে এক কর্মী এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকেন সুশান্তকে। সেখানেই লুটিয়ে পড়ে তাঁর দেহ। পাশেই আমরি হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা ওই মদের দোকানে ভাঙচুর চালায়। এলাকাজুড়ে শুধুই কাচের টুকরো পড়ে আছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের ভাঙা বোতল। পরে ময়লা ফেলার গাড়িতে সেগুলি তুলতে দেখা যায় এক ব্যক্তিকে। সুশান্তর শাশুড়ির কথায়, “আমার জামাই হয়। দোকানের সামনে পড়েছিল। আমাদের বাড়িতে খবর দেওয়া হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে সবটা জানলাম। মদ কিনতে এসেছিল। ৫ টাকা কম ছিল। ৫ টাকা কমের জন্য মারামারি হয়। বাইরে মেরেছে। ভিতরে নিয়ে গিয়েও মেরেছে।”

এই ঘটনার পর মদের দোকানে রীতিমতো ভাঙচুর চালান পঞ্চাননতলা এলাকার বাসিন্দারা। রবিবার বিকালে কার্যত উত্তাল হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মূল অভিযুক্ত প্রবীর দত্ত ওরফে টিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে। মোট চারজন গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। প্রবীর দত্ত, প্রসেনজিৎ বৈদ্যকে গ্রেফতার করার পরে দেবজ্যোতি সাহা ও অমিত কর নামে আরও দু’ জনকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানা। মদের দোকানের মালিক দেবজ্যোতি সাহা। বাকি তিনজন কর্মচারি। খুনের ধারা রুজু করে গ্রেফতার করা হয় চারজনকে। সোমবার ধৃতদের আদালতে পেশ করবে রবীন্দ্র সরোবর থানা।