Dhupguri By-Election: শুক্রে যখন মমতার পাশে সনিয়া-ইয়েচুরি, ধূপগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে একযোগে সরব হতে পারেন অধীর-সেলিম
Dhupguri: একুশের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ধূপগুড়ি আসনটি জেতে বিজেপি। তৃণমূল প্রার্থী মিতালি রায়কে হারিয়ে ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। গত ২৫ জুলাই প্রয়াত হন বিজেপি বিধায়ক।
কলকাতা: এবার এক মঞ্চে দেখা যেতে পারে অধীররঞ্জন চৌধুরী ও মহম্মদ সেলিমকে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে একইমঞ্চে দেখা যেতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে প্রচারে যাচ্ছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, সেই মঞ্চেই থাকবেন মহম্মদ সেলিমও। অন্যদিকে ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে চলবে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বৈঠক। বৈঠকে তৃণমূল,বাম, কংগ্রেসকে পাশাপাশি দেখা যাবে।
একুশের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ধূপগুড়ি আসনটি জেতে বিজেপি। তৃণমূল প্রার্থী মিতালি রায়কে হারিয়ে ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। গত ২৫ জুলাই প্রয়াত হন বিজেপি বিধায়ক। সেই আসনেই আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন। এখানে সিপিএমের প্রার্থী হয়েছেন ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়। কংগ্রেস এখানে কোনও প্রার্থী দেয়নি। তারা সিপিএম প্রার্থীকেই সমর্থন জানাচ্ছে।
ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনেই ১ তারিখ ধূপগুড়িতে সেলিমের পাশে থাকতে পারেন অধীর। একসঙ্গে প্রার্থী জেতানোর আহ্বান জানাতে পারেন তাঁরা। উল্লেখযোগ্য, এদিন মুম্বইয়ে বিজেপি বিরোধী জোটের মঞ্চে যখন একসঙ্গে বসবে কংগ্রেস, তৃণমূল, বামেরা, তখন এ রাজ্যে উল্টো ছবির দেখা মিলতে পারে। মুম্বইয়ে যখন একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াবে বাম-কংগ্রেস-তৃণমূল, ধূপগুড়ির মঞ্চ থেকে তখন তৃণমূল বিরোধী বার্তা দিতে পারেন অধীর-সেলিমরা।