
ডায়মন্ড-হারবার: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভা এলাকায় প্রায় পঁচিশ হাজারের নাম বাদ গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জানা যাচ্ছে, নোদাখালি থানার বজবজ ২ নম্বর ব্লকে ২৫ হাজারের মতো মানুষকে শুনানিতে ডেকেছে।
আর এতজনের নাম প্রকাশ্যে আসতেই ডোঙারিয়া রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ জন যথেষ্ট আতঙ্কে মধ্যে রয়েছেন। শুনানি নিয়ে আদৌ তাঁদের নাম ভোটার লিস্টে উঠবে কি না এই নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন। বহু মানুষজন অসুস্থ তারাও বিরক্তি প্রকাশ করছেন ক্যামেরার সামনেও।
কোথায় কতজনকে ডাকা হয়েছে?
বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, “এসআইআর-এ যাঁরা যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের নাম ভোটার লিস্টে আছে। যাঁদের নাম নেই তাঁদের নোটিস করা হচ্ছে। স্বচ্ছতার জন্য ডাকা হচ্ছে। তাঁদের ভুল ত্রুটি সংশোধনের জন্য ডাকা হচ্ছে। আর তৃণমূল কি মরা ভোট রেখে দিয়ে জিতবে?” বুচান বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি বজবজ টু বলেন, “লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নাম এসেছে ২৫ হাজার মানুষের। অতএব ২০০২ এ পীযুষ কান্তি ঘোষ রয়েছেন। ২০২৫-এ তিনি কান্তি ব্যবহার করেননি। অমনি কমিশন বলছে এরা দুজন।” এক বিএলও বলেন, “আমাদের কাছে যে হার্ড কপি আছে তাতে নাম ঠিক আছে। তবে কম্পিউটারের সফটওয়ারে যে নাম আছে তাতে মিসটেক।”