AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dibyendu Adhikari: সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গেলেন দিব্যেন্দু অধিকারী, ‘কাল সকালে সব জানতে পারবেন…’

Dibyendu Adhikari: জোর জল্পনা বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এদিকে আবার শোনা যাচ্ছে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভেবে রেখেছে। এ নিয়ে দিব্যেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য মানুষ। যদি প্রার্থী হন আমি তাঁকে ওয়েলকাম করব।" তবে তাঁর বিজেপি যোগের জল্পনা নিয়ে বলেননি কিছুই।

Dibyendu Adhikari: সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গেলেন দিব্যেন্দু অধিকারী, 'কাল সকালে সব জানতে পারবেন...'
বিমানবন্দরের পথে দিব্যেন্দু অধিকারী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2024 | 8:14 PM
Share

কলকাতা: শুক্রবারই বড় খবর হতে চলেছে! সে ইঙ্গিত দিয়েই কলকাতা ছাড়লেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দিব্যেন্দু অধিকারী বলেন, “শুক্রবার সকাল হলে সব কিছু বুঝতে পারবেন।” এদিকে অর্জুনও এদিনই সন্ধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন। তিনি জানিয়েছে, বিজেপিতে ফিরছেন। আর দিব্যেন্দু-অর্জুনের একই দিনে দিল্লি যাওয়া? দিব্যেন্দু বলেন, “অর্জুন সিং আর আমার যাওয়া কো ইনসিডেন্স। আমার দিল্লি যাত্রা পূর্ব নির্ধারিত।”

জোর জল্পনা বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এদিকে আবার শোনা যাচ্ছে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভেবে রেখেছে। এ নিয়ে দিব্যেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য মানুষ। যদি প্রার্থী হন আমি তাঁকে ওয়েলকাম করব।” তবে তাঁর বিজেপি যোগের জল্পনা নিয়ে বলেননি কিছুই।

তবে দিল্লিতে কোনও বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, সেই প্রশ্নের উত্তরে দিব্যেন্দু বলেন, “অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। পার্লামেন্ট শেষ হয়ে যাচ্ছে। বিজেপি কংগ্রেস অনেকের সঙ্গে দেখা হতে পারে। কী হবে না হবে আগামিকাল সূর্য উঠলে সব পরিষ্কার হয়ে যাবে।”