BGBS 2025: ‘দিদি আমাদের জন্য লাকি’, দেশে জিওর বিপ্লব ঘটানোয় মমতার অবদান জানালেন মুকেশ
BGBS 2025: বুধবার থেকে শুরু হয়েছে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিন সেই সম্মেলনে যোগ দিয়েছেন মুকেশ অম্বানী। ২০১৬ সাল থেকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিবছর যোগ দেন তিনি।

কলকাতা: কলকাতা থেকেই ২০১৬ সালে যাত্রা শুরু হয়েছিল জিওর। আজ দেশজুড়ে জিও-র রমরমা। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন, “দিদি আমাদের জন্য লাকি।”
বুধবার থেকে শুরু হয়েছে ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রথম দিন সেই সম্মেলনে যোগ দিয়েছেন মুকেশ অম্বানী। ২০১৬ সাল থেকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিবছর যোগ দেন তিনি।
বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ২০১৬ সালে কলকাতা থেকে জিওর যাত্রা শুরুর কথা উল্লেখ করেন মুকেশ অম্বানী। বলেন, “২০১৬ সালে জিও তার প্রথম বাণিজ্যিক পরিষেবা শুরু করেছিল কলকাতা থেকে। কলকাতাতে সেই শুভ উদ্বোধন প্রমাণ করেছে যে দিদি আমাদের জন্য খুবই লাকি। জিও সারা দেশে শুধু ডিজিটাল বিপ্লব ঘটায়নি। এটা ভারতকে ডিজিটাল সুপারপাওয়ার করে তুলেছে। আজ ডিজিটাল সার্ভিসেস প্রোভাইডার হিসেবে জিও শুধু ভারতে ১ নম্বর স্থানে নেই। বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। আর এর যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে।”
এই খবরটিও পড়ুন




রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাংলায় যে ক্রমশ বিনিয়োগ বাড়াচ্ছে, এদিন সেই তথ্য তুলে ধরে মুকেশ অম্বানী বলেন, ২০১৬ সালে প্রথমবার যখন এই বাণিজ্য সম্মেলনে তিনি অংশ নেন, তখন বাংলায় রিলায়েন্স বিনিয়োগ ২ হাজার কোটি টাকার কম ছিল। ২০ গুণের বেশি বেড়ে এখন তা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই দশকের শেষ বিনিয়োগের পরিমাণ এখনের চেয়ে দ্বিগুণ হবে বলে তিনি জানালেন। কলকাতা যে তাঁর কাছে বিশেষ জায়গা দখল করে রেখেছে, সেকথা নিজের বক্তব্যের শেষে বুঝিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বক্তব্য শেষের আগে বললেন, “আপনার বাংলা। আমাদের বাংলা।”





