
কলকাতা: ‘দ্য বেঙ্গল ফাইলসের’ ট্রেলার লঞ্চ ঘিরে টানটান উত্তেজনা। ট্রেলার লঞ্চ করতেই হোটেল বুক করা হয়েছিল, দাবি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। কিন্তু অনুষ্ঠানের মাঝেই বাধা দেওয়ার অভিযোগ। বিবেক অগ্নিহোত্রীর দাবি, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মৌখিকভাবে হোটেল কর্তৃপক্ষ জানায় ট্রেলার লঞ্চ করা যাবে না। এরপরই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রের খবর, বাইপাসের ধারেই ওই বিলাসবহুল হোটেলে যে ট্রেলার লঞ্চ হবে সে কথা আগেই জানানো হয়েছিল। এদিন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়। অভিযোগ, এর কিছু সময়ের মধ্যেই বাধা দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে। ক্ষোভ উগরে দেন খোদ পরিচালক। বিবেক অগ্নিহোত্রী বলেন, “মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা হচ্ছে। হিন্দু গণহত্যার উপর তৈরি এটা সবথেকে সৎ ছবি। আমেরিকায় ১২ শহরে বাঙালিরা দেখেছে। শেষে জয় মা কালী, বন্দে ভারত স্লোগানে থিয়েটার কেঁপে উঠেছিল। কিন্তু, কিছু নির্দিষ্ট গোষ্ঠী এটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে।”
অনুষ্ঠান বন্ধ নিয়ে বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, “আপনারা চোখের সামনে দেখেছেন অনুষ্ঠান চলতে চলতে কীভাবে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি নিয়ে কথা বলছে। তার কেটে দিয়েছে, কেবল কেটে দিয়েছে।” উত্তেজনার মাঝেই খবর পৌঁছায় পুলিশের কাছে। পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বিবেক অগ্নিহোত্রীকে।