নদিয়ায় মৃত্যু ১ থেকে একলাফে ১৭, কলকাতাতেও বাড়ল মৃত্যু, সংক্রমণ কমছে একাধিক জেলায়

May 29, 2021 | 11:15 PM

সংক্রমণের হিসেবে গত ২৪ ঘণ্টায় কোন জেলার ছবি কেমন, রইল সেই তালিকা।

নদিয়ায় মৃত্যু ১ থেকে একলাফে ১৭, কলকাতাতেও বাড়ল মৃত্যু, সংক্রমণ কমছে একাধিক জেলায়
অলংকরণ-অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯ জন। শুক্রবার মৃত- ০, শনিবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬১ জন। শুক্রবার মৃত ৩, শনিবার মৃত- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৬৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৪ জন। শুক্রবার মৃত- ২, শনিবার মৃত- ২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। শুক্রবার মৃত ০, শনিবার মৃত- ১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯৭ জন। শুক্রবার মৃত- ৪, শনিবার মৃত- ৫।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০২ জন। শুক্রবার মৃত-৬, শনিবার মৃত- ২।

দক্ষিণ দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৩ জন। শুক্রবার মৃত-২,শনিবার মৃত- ৪।

মালদহ– গতকাল আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৭ জন। শুক্রবার মৃত-০, শনিবার মৃত- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৬ জন। শুক্রবার মৃত- ৬, শনিবার মৃত- ১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৫৮ জন। শুক্রবার মৃত-১, শনিবার মৃত- ১৭।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯২ জন। শুক্রবার মৃত ৫।,শনিবার মৃত- ২।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। বৃহস্পতিবার শুক্রবার মৃত-২, শনিবার মৃত- ২।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১৬ জন। শুক্রবার মৃত ২, শনিবার মৃত- ৫।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৫ জন। শুক্রবার মৃত- ০, শনিবার মৃত- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৯ জন। শুক্রবার মৃত- ২। শনিবার মৃত- ১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৬ জন। শুক্রবার মৃত ০। শনিবার মৃত- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৬ জন। শুক্রবার মৃত ০। শনিবার মৃত- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৬ জন। ২। শুক্রবার মৃত ২। শনিবার মৃত- ২।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬২ জন। শুক্রবার মৃত- ৭।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮২ জন। শুক্রবার মৃত – ৭। শনিবার মৃত- ৭।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৫২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৯৮ জন। শুক্রবার মৃত- ৪৩। শনিবার মৃত- ৩৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৯৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২৬ জন। শুক্রবার মৃত- ১২। শনিবার মৃত- ৮।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৩৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৪৯ জন। শুক্রবার মৃত- ৩০। শনিবার মৃত- ৪৪।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫।

Next Article