Doctor’s Protest: ‘মুর্শিদাবাদের সময় তো দেখা পাওয়া যায়নি’, সল্টলেকে ডাক্তার-শিক্ষক সকলেই রাস্তায়! ডেপুটেশন জমাকে কেন্দ্র করে উত্তেজনা

Doctor's Protest: এরপর সোমবার এই অভিযোগ তুলেই এরপর সরব হন চিকিৎসকদের একাশ। তদন্ত কমিটির রিপোর্ট জমার পর‌ও অভীক দে,বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন দেরি? প্রশ্ন তাঁদের।

Doctors Protest: মুর্শিদাবাদের সময় তো দেখা পাওয়া যায়নি, সল্টলেকে ডাক্তার-শিক্ষক সকলেই রাস্তায়! ডেপুটেশন জমাকে কেন্দ্র করে উত্তেজনা
চিকিৎসকদের বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 21, 2025 | 6:00 PM

কলকাতা: সল্টলেকে এসএসসি ভবনের (SSC) সামনে লাগাতার বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। একদিকে যখন শিক্ষকরা আন্দোলনে পথে নেমেছেন, সেই সময় সল্টলেকে চিকিৎসকরাও পথে। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’-দের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন ঘিরে তুমুল বাগবিতণ্ডা। পুলিশের সঙ্গে তীব্র কথা কাটাকাটি চিকিৎসকদের।

বস্তুত, আরজি করের ঘটনার সময় ‘থ্রেট কালচারের’ বিষয়টি উঠে আসে। এই ‘থ্রেট কালচারে’ নাম জড়ায় বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-র। এদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলেও মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে গঠিত কমিটি দুটি রিপোর্টও জমা করেছিল। কিন্তু এরপরও এই বিরূপাক্ষ ও অভীকরা পছন্দের হাসপাতালে স্বমহিমায় চাকরি করছেন।

এরপর সোমবার এই অভিযোগ তুলেই এরপর সরব হন চিকিৎসকদের একাশ। তদন্ত কমিটির রিপোর্ট জমার পর‌ও অভীক দে,বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন দেরি? প্রশ্ন তাঁদের। এই প্রশ্নকে সামনে রেখে ডেপুটেশন কর্মসূচি জেপিডি’র। সেই ডেপুটেশনে প্রতিনিধি যাওয়া নিয়ে বচসা তৈরি হয়। পুলিশকে ‘চাকর’ বলে কটাক্ষ করতেই উত্তপ্ত পরিস্থিতি।

চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “অপরাধীদের প্রশাসন। এদের মুর্শিদাবাদে দেখা পাওয়া যায়নি, শাসকদলের নেতারা তাড়া করলে যাঁরা টেবিলেন তলায় লুকোয় তাঁদের ঔদ্ধত্য দেখুন। সরকারি চিকিৎসকরা ডেপুটেশন জমা দিতে এসেছে সেখানে পুলিশ দুব্যবহার করছে।”