Drama at Burning ground: শ্মশানে নাটক!

Drama at Burning ground: শ্মশান ভূমির মাঠে নাটক। কৃষক ও ক্ষেতমজুরদের পরিবারের মানুষগুলো নাটক দেখতে ভিড় জমান। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলের এই পিছিয়ে পড়া অজয়ের তীরের গ্রামটিতে এখনও তেমন শিক্ষার আলো পৌঁছায়নি।

Drama at Burning ground: শ্মশানে নাটক!
শ্মশানেই হয় নাটকের আয়োজন

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 14, 2024 | 4:53 PM

প্রীতম দে রাধামাধবের কীর্তি। ইটভাটার এক শ্রমিকের সন্তান আউশগ্রামের এক পাগল লেখক রাধামাধব মণ্ডল। গ্রামের শ্মশানে আয়োজন করেন নাটকের। আর এর কাছেই গড়ে তুলছেন তাঁর আশ্রম। যেখানে ভাদু-টুসুর মত নাচগানের আসর বসে। সেজে উঠছে প্রকৃতিযাপনের নিবিড় আখড়াটি। শ্মশান ভূমির মাঠে, ছায়াময় এমন পরিবেশে এমন আখড়ায় বাংলা সংস্কৃতির এই চর্চাতে আসছেন রাজ্যের নানা স্তরের মানুষ। নাট্যকার মণীশ মিত্রের নাটক দেখতে আসেন আউশগ্রাম থানার আইসি আব্দুল রব খান, ছোড়া থানার ওসি পঙ্কজ নস্কর-সহ স্থানীয় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকারা। স্তব্ধ ভৌতিক পরিবেশে, মশাল জ্বালিয়ে এই নাটকের আয়োজনে হাতে হাত লাগান গোপালপুর উল্লাসপুরের সহজ আশ্রমের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন