Durga Puja 2023: ট্রামের ভিতরে সপরিবারে দুর্গা, মাতৃ আরাধনায় মেতেছে এসপ্লানেড

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 19, 2023 | 2:37 PM

Durga Puja inside tram: এসপ্লানেডের এই পুজোয় মরচে পড়া ট্রামের গায়ে পড়েছে রঙিন তুলির টান। দূর থেকে দেখে চেনাই দায়। আর ভিতরে একেবারে অন্য়রকম পরিবেশ। কলকাতার পুজোয় এ যেন এক নতুন চমক।

কলকাতা: শহর জুড়ে থিম-পুজোর হইহই, মহালয়া থেকেই ঠাকুর দেখার ধুম। উত্তর থেকে দক্ষিণ, ক্লাবগুলো যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে। কারও মূর্তি সেরা, কারও প্যান্ডেল। তবে সবার অলক্ষ্যে এসপ্লানেডে চলছে এক আড়ম্বরহীন পুজো। তবে সেই পুজোর সবটা জুড়ে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, রয়েছে সংস্কৃতির প্রতিফলন।

না কোনও প্যান্ডেল নেই, ঝাড় লন্ঠনের আড়ম্বর নেই, চোখ ঝলসানো আলোও নেই। শহরের ঐতিহ্যবাহী ট্রামের মধ্যেই চলছে সাবেকি ঢঙের পুজো। একচালার মূর্তিতে, সেই পুরনো ডাকের সাজ। আর থিম? ট্রামের ভিতরটা যেন রাজবাড়ির অন্দরমহল। এসপ্লানেড ট্রাম ডিপোতে চলছে এই পুজো।

বয়স বাড়লেও এখনও শহরের রাস্তায় বেশ কয়েকটি রুটে ধীরগতিতে ট্রাম চলতে দেখা যায়। সাবেক কলকাতার এই যান যাতে হারিয়ে না যায়, তার জন্য অনেক প্রচেষ্টাও চলছে। যে সব জিনিস দিয়ে আজও কলকাতাকে চেনা যায়, তার মধ্যে অন্যতম ট্রাম। তবে এসপ্লানেডের এই পুজোয় মরচে পড়া ট্রামের গায়ে পড়েছে রঙিন তুলির টান। দূর থেকে দেখে চেনাই দায়। আর ভিতরে একেবারে অন্য়রকম পরিবেশ। মূলত থার্মোকল আর কাপড় কেটেই সাজানো হয়েছে মণ্ডপ। পুরনো পুজোর ধাঁচে একটি চালার মধ্যেই রয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্ত্তিক ও গণেশ। রীতি মেনে চলছে পুজো।

Published on: Oct 19, 2023 01:26 PM