
কলকাতা: দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত। হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। মেডিক্যাল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে। TV9 বাংলার হাতে এসেছে দুর্গাপুরের নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।
রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। যৌনাঙ্গের ভিতরের অংশে আঘাত লেগেছে, তাতে ব্যাপক রক্তপাত হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন ধর্ষণের কারণেই এই রক্তপাত, ক্ষত তৈরি হয়েছে।
সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা কোনও ভাবেই বাইরে মুখ না খোলেন। এমনকি নির্যাতিতার বাবাকেও তাঁর মেয়ের মেডিক্যাল রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শুভেন্দু।
তিনি বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে। কারণ বাবাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। উনি শুনে শুনেই কাজ করছে। মেডিক্যাল রিপোর্ট হ্যান্ডওভার হয়নি। গোটা বিষয়টি ঘোলাটে। আমি চেয়েছিলাম, চিকিৎসা কোন পদ্ধতিতে এগোচ্ছে, কী কী খুঁজে পেয়েছেন, সেগুলো জানা জরুরি ছিল।” তাঁর অভিযোগ, ” ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যাতে মুখ খুলতে না। আমার কাছে তো নাই-, জাতীয় মহিলা কমিশন আসছে, তাঁদের কাছে যেন মুখ না খোলে। ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ, যদি মুখ খোলেন, চাকরি চলে যাবে।” শুভেন্দু আরও জানিয়েছেন, নির্যাতিতার উন্নত চিকিৎসার জন্য তাঁর বাবা-মা তাঁকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করতে চান। এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও।