Earthquake: সাতসকালে ফের কম্পন কলকাতায়, উথাল-পাথাল হল বঙ্গোপসাগর

Earthquake: কিছুদিন আগেই তিব্বতের ভূমিকম্পের রেশ পৌঁছেছিল কলকাতা পর্যন্ত। উত্তরবঙ্গে প্রবলভাবে অনুভূত হয়েছিল সেই কম্পন। এবার ফের ভূমিকম্প টের পেল কলকাতা।

Earthquake: সাতসকালে ফের কম্পন কলকাতায়, উথাল-পাথাল হল বঙ্গোপসাগর
প্রতীকী চিত্র।

Feb 25, 2025 | 8:23 AM

কলকাতা: উৎসস্থল কলকাতার অদূরেই। মঙ্গলবার সকালে কম্পন টের পেলেন কলকাতাবাসী। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হল মঙ্গলবার সকালে। সকাল ৬টা ১০ মিনিট নাগাদ কেঁপে ওঠে একাধিক জেলা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে।

ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে সমুদ্রে ওই কম্পনের উৎসস্থল বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে এই দূরত্ব ৩৩০ কিলোমিটার। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে। শুধুমাত্র পূর্ব ভারতেই নয়, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

সম্প্রতি তিব্বতের ভূমিকম্পেও কেঁপে উঠেছিল কলকাতা তথা বাংলা। গত জানুয়ারি মাসের ৭ তারিখে তিব্বতের ভূমিকম্পেই কেঁপে উঠেছিল কলকাতা সহ গোটা বাংলা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.১। ফলে, উত্তরবঙ্গে ব্যাপক কম্পন অনুভূত হয়।

হিমালয় ঘেঁষা অঞ্চল মাঝে মধ্যেই কেঁপে ওঠে, যার প্রভাব পড়ে বাংলায়। তবে এবার কম্পন সমুদ্রের গভীরে। তবে এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি। কলকাতায় সেভাবে ভূমিকম্প না হলেও কলকাতার আশপাশে একাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।