এক ধাক্কা অওর! ভূমিকম্পে ডুবে যাবে কলকাতা? এ কেমন শহর!

Earthquake: কোনও সতর্কতাই নেই কলকাতা শহরে। বাড়ি তথা বহুতল নির্মাণ করার ক্ষেত্রে কোনও নিয়ম-নীতির ধার ধারে না কেউ। কসবা, রাজারহাট সহ একাধিক জায়গায় নীচু জমি বা জলাজমির ওপর তৈরি হয়েছে বাড়ি। এছাড়া দুটি বাড়ির মাঝে ফাঁক নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।

এক ধাক্কা অওর! ভূমিকম্পে ডুবে যাবে কলকাতা? এ কেমন শহর!
Image Credit source: GFX- TV9 Bangla

Jan 07, 2025 | 8:01 PM

কলকাতা: শীতের লেপ মুড়ি দেওয়া সকাল। কেউ কেউ চোখ কচলে কুয়াশা পেরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছেন। কেউ আবার মেপে নিচ্ছেন, আজ শীত কেমন। ব্য়স্ততা শুরু হয়নি তখনও। হঠাৎ যেন নড়ে উঠল পায়ের তলার মাটিটা। মাথা ঘুরছে নাকি! মুহূর্তের ভ্রম ভাঙতেই বোঝা গেল, ভূমিকম্প। মঙ্গলবার সকালে এমন অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। উত্তরবঙ্গ অর্থাৎ ধূপগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুরে তো বটেই, দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হয়েছে কম্পন। পরে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল আসলে তিব্বত। সিকিম থেকে ওই উৎসস্থলের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। আর সেই ভূমিকম্পেই কেঁপেগেল কলকাতার বহুতল। প্রশ্ন উঠছে, আর একটু কাছাকাছি হলে, সব ঠিক থাকবে তো! ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন