
কলকাতা: শীতের লেপ মুড়ি দেওয়া সকাল। কেউ কেউ চোখ কচলে কুয়াশা পেরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছেন। কেউ আবার মেপে নিচ্ছেন, আজ শীত কেমন। ব্য়স্ততা শুরু হয়নি তখনও। হঠাৎ যেন নড়ে উঠল পায়ের তলার মাটিটা। মাথা ঘুরছে নাকি! মুহূর্তের ভ্রম ভাঙতেই বোঝা গেল, ভূমিকম্প। মঙ্গলবার সকালে এমন অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। উত্তরবঙ্গ অর্থাৎ ধূপগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুরে তো বটেই, দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হয়েছে কম্পন। পরে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল আসলে তিব্বত। সিকিম থেকে ওই উৎসস্থলের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। আর সেই ভূমিকম্পেই কেঁপেগেল কলকাতার বহুতল। প্রশ্ন উঠছে, আর একটু কাছাকাছি হলে, সব ঠিক থাকবে তো! ...