Ladies Special Trains: মাতৃভূমি লোকালেও এবার ফার্স্ট ক্লাস কামরা, দেখে নিন প্রথম ঝলক

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Oct 05, 2023 | 4:58 PM

Matribhoomi Local: নতুনভাবে সাজানো এই কামরাগুলিতে আরও বেশি নজর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর। কামরার প্রতিটি আসনে থাকছে নরম গদি, কামরার ফ্লোরে থাকছে ম্যাট কভার। আর এই ফার্স্ট ক্লাস কামরার ভিতরের দেওয়ালগুলিকে তুলির টানে সাজিয়ে তোলা হয়েছে। 

Ladies Special Trains: মাতৃভূমি লোকালেও এবার ফার্স্ট ক্লাস কামরা, দেখে নিন প্রথম ঝলক
মাতৃভূমি লোকালের ফার্স্ট ক্লাস কামরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর মুখে শহর ও শহরতলির মহিলা ট্রেনযাত্রীদের জন্য বড় উপহার পূর্ব রেলের। এবার মাতৃভূমি লোকালেও নিয়ে আসা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। লেডিস স্পেশাল লোকাল ট্রেনে চেপে যাত্রা এখন আরও আরামদায়ক হতে চলেছে মহিলা যাত্রীদের জন্য। ইতিমধ্যেই সেই ফার্স্ট ক্লাস কামরা সাজিয়ে তোলার কাজ অনেকটা এগিয়ে ফেলেছে পূর্ব রেল। আপাতত রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে মিলবে এই ফার্স্ট ক্লাস কামরার সুবিধা। পূর্ব রেলের পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত এটিকে চালু করা হচ্ছে। এই ফার্স্ট ক্লাস কামরা কেমন প্রভাব ফেলছে, তা বিচার করে পরবর্তী সময়ে অন্যান্য লাইনেও লেডিস স্পেশাল ট্রেনে এই উন্নতমানের কামরা নিয়ে আসা হবে।

মাতৃভূমি লোকালের ফার্স্ট ক্লাস কামরা

যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে বরাবরই বাড়তি নজর দিয়েছে রেল। মহিলা যাত্রীরা যাতে আরও আরামদায়কভাবে ট্রেনে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতেই মাতৃভূমি লোকাল চালু করা হয়েছিল। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেল পুলিশের কর্মীদের মোতায়েন করা থাকে এই লেডিস স্পেশাল ট্রেনগুলিতে। এবার এই মাতৃভূমি লোকালে চেপে যাত্রা আরও আরামদায়ক হতে চলেছে মহিলা যাত্রীদের জন্য। কেমন হবে এই ফার্স্ট ক্লাস কামরাগুলি? নতুনভাবে সাজানো এই কামরাগুলিতে আরও বেশি নজর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর। কামরার প্রতিটি আসনে থাকছে নরম গদি, কামরার ফ্লোরে থাকছে ম্যাট কভার। আর এই ফার্স্ট ক্লাস কামরার ভিতরের দেওয়ালগুলিকে তুলির টানে সাজিয়ে তোলা হয়েছে।

মাতৃভূমি লোকালের ফার্স্ট ক্লাস কামরা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, আপাতত রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট রুটে মাতৃভূমি লোকালে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করা হচ্ছে। আগের কামরাগুলির সঙ্গে একটি ফার্স্ট ক্লাস কামরা যুক্ত করা হবে। যাত্রীদের মধ্যে এর কতটা প্রভাব পড়ছে, সেটা দেখে পরবর্তীতে অন্যান্য রুটেও মাতৃভূমি লোকালে এই ফার্স্ট ক্লাস কামরা চালু করা হবে।

Next Article