তৃতীয় দফার ভোটের মধ্যেই উত্তর-দক্ষিণ কলকাতার আট রিটার্নিং অফিসার বদল

Apr 06, 2021 | 7:53 PM

মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট (West Bengal elections 2021) চলাকালীনই সামনে আসে কমিশনের একটি নির্দেশিকা। সেখানে দেখা যায় কলকাতা উত্তর ও দক্ষিণের মোট আটজন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে।

তৃতীয় দফার ভোটের মধ্যেই উত্তর-দক্ষিণ কলকাতার আট রিটার্নিং অফিসার বদল
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: তৃতীয় দফার ভোট (West Bengal elections 2021) চলাকালীনই সরানো হল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের মোট আটজন রিটার্নিং অফিসারকে। কলকাতা উত্তরের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছ’টিতেই বদল হল। অন্যদিকে কলকাতা দক্ষিণের চারটি কেন্দ্রের মধ্যে দু’টিতে বদল। নির্বাচন কমিশনের কর্তাদের দাবি, কমিশনের বদলির নিয়ম মেনেই এই পরিবর্তন।

মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট চলাকালীনই সামনে আসে কমিশনের একটি নির্দেশিকা। সেখানে দেখা যায় কলকাতা উত্তর ও দক্ষিণের মোট আটজন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। তালিকায় রয়েছে কলকাতা বন্দর কেন্দ্রের দীপাঞ্জন ভট্টাচার্য, ভবানীপুর কেন্দ্রের সুপর্ণ কুমার রায়চৌধুরী, এন্টালির সুমন ভট্টাচার্য, বেলেঘাটার কাকলি মুখোপাধ্যায়, শ্যামপুকুরের ব্রিজিত সুচিতা কুজুর, কাশীপুর বেলগাছিয়ার মহম্মদ নাকুই, জোড়াসাঁকোর সৌরশ্মি মিত্র ও চৌরঙ্গির মৈত্রী গঙ্গোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন: বিজেপি বুথ সভাপতির মেয়েকে লক্ষ্য করে ‘গুলি’

কমিশন সূত্রে খবর, জেলাগুলির ক্ষেত্রে এই বদলি সংক্রান্ত একটি নিয়ম রয়েছে। সেক্ষেত্রে গত চার বছরের মধ্যে তিন বছর যদি কোনও আধিকারিক একই জেলায় থাকেন, তা হলে তাঁকে বদলি করা হয়। তবে কলকাতার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য ছিল না। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন কমিশন সিদ্ধান্ত নেয়, কলকাতার ক্ষেত্রেও জেলার নিয়ম প্রযোজ্য হবে বলে সূত্রের খবর।

Next Article