আগেভাগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য, লড়াই এবার সুপ্রিম কোর্টে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2026 | 7:55 PM

Supreme Court: এরপর বিচারপতি জানিয়ে দেন মামলার শুনানি হবে ১৪ জানুয়ারি। তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইডি। তার আগেই আবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে ইডি। তার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্যের তরফে। ইডি যদি আগেভাগে সুপ্রিম কোর্টে যায়, সেই কারণেই রাজ্য এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করা সত্ত্বেও এজলাসের ভিতর পরিবেশ শান্ত করা সম্ভব হয়নি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও মাইক হাতে শান্ত থাকার আর্জি জানান সকলকে। কিন্তু কাজের কাজ হয়নি। এরপর বিচারপতি জানিয়ে দেন মামলার শুনানি হবে ১৪ জানুয়ারি। তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইডি। তার আগেই আবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে ইডি। তার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রাজ্যের তরফে। ইডি যদি আগেভাগে সুপ্রিম কোর্টে যায়, সেই কারণেই রাজ্য এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।