Calcutta High Court: ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি: ED-র আইনজীবী
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

Calcutta High Court: ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি: ED-র আইনজীবী

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2026 | 7:43 PM

Kolkata: আজ অর্থাৎ বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন,ঘটনার দিনের কোনও নথি বাজেয়াপ্ত করেনি ইডি। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাঁদের সমর্থন করবেন।

আইপ্যাকে তল্লাশির দিনটি ছিল ঘটনাবহুল। তৃণমূলের ভোটকুশলী সংস্থার অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি চালাতেই মামলার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। সেখানে একটি মামলা করে ইডি, অপর মামলাটি হয় ইডির বিরুদ্ধে। সেই মামলাই কোর্ট খারিজ করেছে এ দিন। ইডির আইনজীবীর যুক্তি, ভোটকুশলী সংস্থার কোনও নথি ইডি বাজেয়াপ্ত করেনি। আজ অর্থাৎ বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন,ঘটনার দিনের কোনও নথি বাজেয়াপ্ত করেনি ইডি। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাঁদের সমর্থন করবেন। এমনকী, কোর্টে এও বলা হয়, মুখ্যমন্ত্রী যা নথি নিয়ে গিয়েছেন তা যেন ফিরিয়ে দেওয়া হয়।