Kalighater Kaku Updates: অবশেষে বড় সাফল্য ইডির, নেওয়া হল কাকুর কণ্ঠস্বরের নমুনা

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Jan 04, 2024 | 5:29 PM

Kalighater Kaku: সন্ধ্যাতেই এসএসকেএমে হঠাৎ তৎপর ইডির। হাসপাতালে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। ইএসআইয়ের অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয়। শেষে প্রায় সাড়ে চার মাস পর এসএসকেএম থেকে বাইরে বেরলেন সুজয়কৃষ্ণ ভদ্র। অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে।

Kalighater Kaku Updates: অবশেষে বড় সাফল্য ইডির, নেওয়া হল কাকুর কণ্ঠস্বরের নমুনা
এসএসকেএম থেকে বেরলেন সুজয় ভদ্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রের জোকা যাত্রা কি সম্ভব হবে? সকাল থেকেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল। সন্ধ্যাতেই এসএসকেএমে হঠাৎ তৎপর ইডির। হাসপাতালে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। ইএসআইয়ের অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয়। শেষে প্রায় সাড়ে চার মাস পর এসএসকেএম থেকে বাইরে বেরলেন সুজয়কৃষ্ণ ভদ্র। অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছিল ইডি। আদালতের থেকেও অনুমতি পেয়েছিল। কিন্তু, এতদিন তা সম্ভব হয়নি। এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রের নমুনা পরীক্ষা করতে গিয়ে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছিল ইডি। 

সর্বশেষ আপডেট প্রথমে:

  1. জোকা ইএসআইতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ। তবে রাত পৌনে একটা পর্যন্ত এসএসকেএম হাসপাতাল চত্বরে বিশেষ কোনও তৎপরতা চোখে পড়ল না। পুলিশ-প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনও তৎপরতা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে।
  2. জোকা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও।
  3. জানা যাচ্ছে, শুধু সাউন্ড-প্রুফ নয়, ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে। সেখানে ভয়েস স্য়াম্পেল সংগ্রহ করে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
  4. রাত ৯ টা ৫৫ মিনিটে সুজয় ভদ্রকে নিয়ে অ্যাম্বুল্যান্স পৌঁছায় জোকা ইএসআই হাসপাতালে। স্ট্রেচারে করে তাঁকে বের করা হয় অ্য়াম্বুল্যান্স থেকে। জানা যাচ্ছে, আগে জোকা ইএসআই-এর জরুরি বিভাগে তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে।
  5. এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ক্লিনিক্যাল সামারি পেতে দেরি হ‌ওয়ায় এস‌এসকেএমে থেকে জোকার জন্য কাকুকে বার করতে ঘণ্টাখানেক দেরি হয়েছে।
  6. সর্বশেষ যা তথ্য জানা যাচ্ছে, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে রাতেই এস‌এসকেএমে ফিরিয়ে আনা হতে পারে তাঁকে। জোকা ইএসআই হাসপাতালে দু’টি রুম বরাদ্দ রাখা হয়েছে নমুনা সংগ্রহের জন্য। ফরেন্সিক বিশেষজ্ঞরা যেটি অনুমোদন করবেন সেখানেই পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।
  7. এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কালীঘাটের কাকুকে।
  8. এসএসকেএম হাসপাতালে এই তৎপরতা নিয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এটা তো হওয়ারই ছিল। কিন্তু মাঝখান থেকে যা ঘটে গেল, সেটা হল… এসএসকেএম-এর মতো একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, চিকিৎসা বিজ্ঞানে যার পরিচিতি গোটা ভারতে, সেই এসএসকেএম-এর ভাবমূর্তি কালিমালিপ্ত হল। ইডিকে সেখানে রাতে পৌঁছাতে হল, সামান্যতম বিশ্বাসযোগ্য তাদের (এসএসকেএম-এর) নেই।”
  9.  জোকা ইএসআই হাসপাতাল সূত্রে খবর, প্রথমে ইমারজেন্সিতে নিয়ে আসা হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। তারপরে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হতে পারে সংশ্লিষ্ট বিভাগে। যেখানে কাকুর ভয়েস স্যাম্পেল পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে। যদিও অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে, জোকায় ভর্তি না করে ওপিডি বেসিসে নমুনা সংগ্রহ হতে পারে।
  10. সুজয়কৃষ্ণ ভদ্রকে আজই নিয়ে যাওয়া হবে। জোকা সূত্রে নিশ্চিত করা হয়েছে বলে খবর।
  11. কাকুর কণ্ঠস্বরের হাত ধরেই শিক্ষায় নিয়োগ দুর্নীতির কিং পিনের খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছেন ইডির আধিকারিকেরা।
  12. ইডি-র মোট ৫ অফিসার এলেন এসএসকেএমে।
  13. এসএসকেমের গেটের বাইরে তৎপরতা বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর। তৈরি করা হচ্ছে যাতায়াতের প্যাসেজ। কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
  14. সুজয়কৃষ্ণকে গ্রেফতারির আগে যে তল্লাশি চালানো হয়েছিল সেই সময় একটি অডিয়ো ফাইল তদন্তকারীরা উদ্ধার করেন। সূত্রের খবর, যেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের নম্বর থেকে রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথা বলা হচ্ছে বলে দেখা গিয়েছে। সেই কথোপকথন ইডির তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। কিন্তু, ওই কণ্ঠস্বর যে আদপে সুজয়কৃষ্ণেরই তা প্রমাণ করতে হবে ইডির তদন্তকারী আধিকারিকদের। সে কারণেই প্রয়োজন ভয়েস স্যাম্পেল টেস্টের।
  15. কণ্ঠস্বর সংগ্রহের পর তা টেস্ট করবেন ফরেনসিক এক্সপার্টরা। ওই ফোনালাপে যিনি সুজয়কৃষ্ণ ভদ্র বলে নিজেকে দাবি করছেন তিনিই এই সুজয়কৃষ্ণ কিনা, অর্থাৎ একই ব্যক্তি কিনা তা তারপরই নিশ্চিত হওয়া যাবে। ওয়াকিবহাল মহলের মত, তারপরই তা আইনি প্রমাণ হিসাবে আদালতে জমা করতে পারবে ইডি।
  16. রাতেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে, এমনটাই খবর সূত্রের।
  17. জোকায় ভর্তি না করে ওপিডি বেসিসে নমুনা সংগ্রহ হতে পারে বলে খবর: সূত্র
Next Article