কলকাতা: সাড়ে ৯ ঘণ্টা পার। সুজিত বসুর লেকটাউনের বাড়ি থেকে শ্রীভূমি ক্লাব, অভিযানে ইডি। এখনও ইডির তল্লাশি চলছে। এরইমাঝে বাড়ি থেকে সুজিত বসুর ছেলেকে বের করে নিয়ে যাওয়া হল শ্রীভূমি ক্লাবের সামনে একটি অফিসে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হয় সুজিত-পুত্র সমুদ্র বসুকে। এরই ফাঁকে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সমুদ্র। বলেন, “তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা এসেছে। ওরা ওদের কাজ করছে, করুক।”
লেকটাউনে সুজিত বসুর দু’টি বাড়ি রয়েছে। সকাল থেকেই সেখানে ইডির তল্লাশি চলছে। ভিআইপি পার করে রাস্তা বেঁকতেই চারদিকে শুধু পুলিশ আর কেন্দ্রীয় জওয়ানের ঘোরাঘুরি। বাহিনীর গাড়ি ভর্তি। এদিন বিকালে সমুদ্র বসুকে নিয়ে যাওয়া হয় সুজিতের অফিসে, তাঁর পুরনো বাড়িতে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার নাম রয়েছে। এই পুরসভায় এক সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সূত্রের খবর, সুজিত বসু এই পদে থাকাকালীন নিয়োগক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না বা এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন কি না সেটাই জানতে চায় ইডি। এদিন সুজিত বসুর বাড়িতে প্রিন্টার, স্ক্যানারও নিয়ে আসা হয়।স সকাল থেকে এলাকা ঘিরে ফেলে ইডি। বিকালে হঠাৎই মাঝ রাস্তায় দেখা যায় সুজিত-পুত্র সমুদ্রকে। তাঁকে ঘিরে ইডির আধিকারিকরা। তদন্তের কারণেই সুজিতের অফিসে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে খবর।