ED Raid: নিউ টাউন, বালিগঞ্জ থেকে কড়েয়া, সাত সকালে পরপর ইডি হানা শহরে
ED Raid: বেসরকারি মেডিক্যাল কলেজে NRI কোটার এমবিবিএস আসন বিক্রির অভিযোগ। ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। মোটা টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ ওঠে।

কলকাতা: নিয়োগ দুর্নীতির পর এবার নতুন দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগেই তল্লাশি শুরু শহরে। মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের অভিযান। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ৫ জায়গায় অভিযান চলছে বলে ইডি সূত্রের খবর।
এদিন সকালে দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে পৌঁছয় ইডি। মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকেন সেখানে।
মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই এই ইডি অভিযান। কড়েয়ার পাশাপাশি নিউ টাউনে সিই ২৮ আবাসনের চার তলাতেও চলছে ইডি তল্লাশি। এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার চালানো হত সেখানে। ইডি সূত্রে খবর, এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন ওই ঠিকানায়। এই মামলায় লক্ষণ শেঠের মেডিক্যাল কলেজ সহ একাধিক কলেজে আগেই তল্লাশি চালায় ইডি।
বেসরকারি মেডিক্যাল কলেজে NRI কোটার এমবিবিএস আসন বিক্রির অভিযোগ। ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। মোটা টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ ওঠে।
ইডি সূত্রে খবর, ভুয়ো NRI সার্টিফিকেট তৈরির চক্র সক্রিয় রয়েছে দেশজুড়ে। ওড়িশা, তামিলনাড়ুতেও ছড়িয়েছে জালিয়াতির জাল। সেই অভিযোগেই ইডি নজরে এবার এক ডজন বেসরকারি মেডিক্যাল কলেজ। সেই সূত্র ধরেই এই তল্লাশি চলছে।
