CBI Raid: এবার ইডি নয়, হাজির হল সিবিআই, লাগাতার তল্লাশি চলছে নিউটাউনে

Kolkata: নিশা মূলত থাকেন ২৮ নম্বর প্লটের একটি বহুতল বিলাসবহুল আবাসনে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে ৬ জন আধা সেনাকে। ভিতরে রয়েছেন আরও দুজন। মূলত, সিবিআই-এর প্রশ্ন এই ব্যাঙ্ক প্রতারণা কেসে কার-কার কাছে গিয়েছে টাকা। সেই সকল প্রশ্ন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বস্তুত, গত বৃহস্পতিবার আইপ্যাকের তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

CBI Raid: এবার ইডি নয়, হাজির হল সিবিআই, লাগাতার তল্লাশি চলছে নিউটাউনে
চলছে তল্লাশি অভিযানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2026 | 11:18 AM

কলকাতা: বাংলায় আবারও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ইডির পর এবার শহরে সিবিআই তল্লাশি। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এক সপ্তাহ পর এবার তল্লাশিতে নামল সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির।

জানা যাচ্ছে, এ দিন কলকাতা-নিউটাউন সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।
আলিপুর নিউ রোডে অতিরিক্ত ফোর্স নিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুর নিউ রোডে নিশা কেজরিওয়াল এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

নিশা মূলত থাকেন ২৮ নম্বর প্লটের একটি বহুতল বিলাসবহুল আবাসনে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে ৬ জন আধা সেনাকে। ভিতরে রয়েছেন আরও দুজন। মূলত, সিবিআই-এর প্রশ্ন এই ব্যাঙ্ক প্রতারণা কেসে কার-কার কাছে গিয়েছে টাকা। সেই সকল প্রশ্ন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বস্তুত, গত বৃহস্পতিবার আইপ্যাকের তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। প্রথমে তাঁরা যান কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। তবে খানিকবাদে সেখানে মুখ্য়মন্ত্রী পৌঁছে যান। তারপর একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। ইডি আধিকারিকরা অভিযোগ করে জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে বাধা দিয়েছেন। অপরদিকে, তৃণমূলের দাবি, ভোটের সব কৌশল চুরি করে নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।