Leaps and Bounds: নিয়োগ মামলায় অভিষেকের বাবা-মা’কেও তলব ED-র

Leaps and Bounds: লিপস অ্যান্ড বাউন্ডস- সংস্থার নাম জড়িয়ে গিয়েছে দুর্নীতির সঙ্গে। আর সেই সংস্থার পদে রয়েছেন লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়। সে কারণেই তাঁদের তলব করা হচ্ছে বলে সূত্রের খবর।

Leaps and Bounds: নিয়োগ মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব ED-র
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 28, 2023 | 6:10 PM

কলকাতা: শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, তাঁর বাবা ও মা-কেও এবার তলব করা হল কেন্দ্রীয় সংস্থার তরফে। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি-র দফতরে। তাঁরা দুজনেই ‘লিপস অ্যান্ড বাউন্ড’স সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। সে কারণেই নিয়োগ মামলায় তাঁদের নাম উঠে আসে।প্রথমে ৩ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এরপর আগামী ৬ অক্টোবর লতা ও ৭ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল দাবি করতে শুরু করেছে, বিজেপি ভয় পেয়েছে বলেই এভাবে তলব করা হচ্ছে।

নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে ওই সংস্থার নাম উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলায়। কিছুদিন আগে ওই সংস্থার অফিসে তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বরে হাইকোর্টের নির্দেশে ইডি যে রিপোর্ট জমা দেয়, তাতে অনেক ফাঁক রয়েছে বলে উল্লেখ করেন বিচারপতি অমৃতা সিনহা। গত সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি ইডি আধিকারিককে আদালতে ডেকেছিলেন। শুনানিতেই বিচারপতি প্রশ্ন করেছিলেন, সন্দেহজনক লেনদেনের বিষয় সামনে এলেও সংস্থার ডিরেক্টরদের কেন তলব করছেন না তদন্তকারী আধিকারিকরা? এই নিয়ে ইডি-কে কার্যত ভর্ৎসনাও করেছিলেন বিচারপতি।

মনে করা হচ্ছে আদালতের বক্তব্যকে মান্যতা দিয়েই তড়িঘড়ি তলব করা হয়েছে লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, এই নির্দেশের আগেই বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সব শীর্ষকর্তাদের সম্পত্তির হিসেব চেয়েছিলেন বিচারপতি সিনহা। সেই তালিকাতে ছিলেন লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়। তবে সম্পত্তির সব হিসেব সঠিকভাবে দেওয়া হয়নি বলেই উল্লেখ করেন বিচারপতি।