কলকাতা: স্কুলের শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প। কিন্তু সেই প্রকল্পে সই করা হচ্ছে না রাজ্য সরকারের তরফে। ফলে সেই ফান্ডও পাচ্ছে না রাজ্যের স্কুলগুলি। পরিকাঠামোগত উন্নয়নও করা যাচ্ছে না। সেই পিএম শ্রী প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার দাবি করেছেন, কেন্দ্রের সঙ্গে চুক্তিতে সই না করায় টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার পড়ুয়ারা।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা রাজ্য সরকারের বিষয়। সরকারই সিদ্ধান্ত নেবে। তবে তাঁর দাবি, এ ক্ষেত্রে টাকা পাওয়ার জন্য মউ চুক্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। মন্ত্রী বলেন, “এর জন্য কোনও মউ চুক্তির দরকার পড়ে না। এমনিই টাকা দিতে পারতেন। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সরকার যখন চুক্তি করতে চাইছে, তার মানে কোথাও আধিপত্যবাদের ব্যাপার আছে।”
ব্রাত্যর দাবি, কেন্দ্র থেকে শিক্ষা মন্ত্রকের যে প্রতিনিধিরা আসছেন, তাঁরা আদতে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করছেন, কিন্তু রাজ্যের বিজেপি নেতারা ওই প্রতিনিধিদের মুখ বন্ধ করে দিচ্ছেন বলে অভিযোগ ব্রাত্যর। তাঁর দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়ের স্কুলের প্রভূত উন্নতি করেছে।
সুভাষ সরকারের দাবি, এভাবেই কেন্দ্রের ২৭ হাজার ৩৬০ কোটির সমঝোতা পত্রে সই না করার জন্য রাজ্যের স্কুলগুলির উন্নতি হচ্ছে না। ফলে বঞ্চিত হচ্ছেন পড়ুয়ারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলেও দাবি সুভাষ সরকারের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার নিজে ব্রাত্য বসুকে মেসেজ করেছেন বলেও জানিয়েছেন।