Bratya Basu: আমরা চেষ্টা চালাচ্ছি, আস্থা রাখুন, এত অধৈর্য হলে চলবে না: ব্রাত্য
Bratya Basu: এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন। মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই। এই আন্দোলনের মানে নেই। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি।"

কলকাতা: যোগ্য অযোগ্যের তালিকা বের করা হবে জানিয়েছিল এসএসসি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আগে জানিয়েছিলেন, তাঁদের কাছে যোগ্য ও অযোগ্যের লিস্ট রয়েছে। সোমবার প্রকাশ হবে। কিন্তু হল না। কার্যত গা বাঁচিয়ে SSC সিদ্ধান্ত নিল, সুপ্রিম নির্দেশ মেনেই কাজ করবে তারা।
এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা পরিষ্কার জানিয়েছি, যাঁরা যোগ্য শিক্ষক, ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন। মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই। এই আন্দোলনের মানে নেই। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য-অযোগ্যের তালিকা দিতে। তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তাই এত অধৈর্য হলে চলবে না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে যোগ্যরা মাইনে পান নিশ্চয়ই আমরা চেষ্টা চালাব। এসএসসি বলেছিলো আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে। যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে।”
এর আগে শিক্ষামন্ত্রী কী বলেছিলেন?
ব্রাত্য বসু বলেন, “এসএসএসির কাছে এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেটা এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ, যোগ্য ও অযোগ্যদের তালিকা আমাদের আছে।” চাকরিহারাদের এখানেই প্রশ্ন, তালিকা যদি থাকে তাহলে কেন দিতে পারছে না তারা? এক চাকরিহারা বলেন, “এইগুলো কিছুই না। শুধু মাত্র অযোগ্যদের বাঁচাতে চাইছেন।”

