West Bengal Assembly Election 2021:  আব্বাস স্লোগানে মুখর অনুগামীরা, ভাষণ থামালেন অধীর
নিজস্ব চিত্র

West Bengal Assembly Election 2021: আব্বাস স্লোগানে মুখর অনুগামীরা, ভাষণ থামালেন অধীর

sreejayee das |

Mar 01, 2021 | 4:30 PM

ব্রিগেডের (Left Congress Brigade 2021) মঞ্চে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) মুখ আব্বাস উদ্দিন (Abbas Siddiqui) সিদ্দিকিকে সেই পুরনো মেজাজেই দেখা গেল। বিঁধলেন অধীরকে (Adhir Chowdhury)।

বেলা ২.১৫ মিনিট। মঞ্চে তখন বক্তব্য রাখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আচমকাই স্লোগান উঠল, ‘আব্বাস, আব্বাস… ভাইজান…’ উত্তেজনায় তখন ফুটছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা। ‘ভাইজান’কে একবার স্পর্শ করতে হাত বাড়িয়ে দিয়েছেন ওঁরা। গোটা পরিস্থিতিতে বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন অধীর চৌধুরী। ভিড় সামলে দু’পাশে নিরাপত্তারক্ষীকে নিয়ে মঞ্চে উঠলেন আব্বাস। গোটা দৃশ্য তখন ভীষণভাবে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ। স্টেজে বক্তব্য থামিয়ে দাঁড়িয়ে অধীর, আর আব্বাসকে আলিঙ্গন করে মঞ্চে নিয়ে যাচ্ছেন মহম্মদ সেলিম। এগিয়ে এসে হাত মেলাতে, আলিঙ্গন করতে দেখা যায় সূর্যকান্ত মিশ্রকেও। তখনও বক্তব্য থামিয়ে দাঁড়িয়ে অধীর। এরপর পরিস্থিতি সামাল দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এগিয়ে এসে অধীরকে বলেন, ‘আমি এ বার বক্তব্য শুরু করতে পারেন।’ বলা শুরুও করেছিলেন অধীর, তবে তা দীর্ঘায়িত করেননি। তারপরই বলতে ওঠেন আব্বাস।

 

 

Published on: Feb 28, 2021 05:31 PM