
কলকাতা: পার্ক সার্কাসে লোহারপুলের পাশে ভয়াবহ দুর্ঘটনা। ঘুমের মধ্যেই প্রাণ গেল এক বৃদ্ধার। ‘খুনি’ জরাজীর্ণ বাড়ি। আহত হয়েছেন বৃদ্ধার ভাই ও এক বছর দশেকের শিশুও। মৃতের ভাইয়ের পা ভেঙে গিয়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে রবিবার রাত তিনটে-সাড়ে তিনটের মধ্য়ে। পার্ক সার্কাসের লোহারপুলের পাশেই স্থিতু এই তিন তলা বাড়ি। যার নীচের তলায় পরিবারের সঙ্গে থাকতেন বৃদ্ধা রাবিয়া খাতুন। গত রাতে আচমকা সেই জরাজীর্ণ বাড়ির এক তলার ছাদের চাঙড় ভেঙে পড়ে। যার জেরে গুরুতর আহত হন নীচের তলার ঘরে শুয়ে থাকা ওই বৃদ্ধা-সহ ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধা ও বাকি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানায়, চাঙড়ের আঘাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। পা ভেঙেছে তাঁর ভাইয়ের। জখম হয়েছে এক শিশুও। তাঁর নাকে ও মুখে রয়েছে আঘাত-চিহ্ন।
এই বিপর্যয়ের পর এলাকাজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, জরাজীর্ণ বাড়িটিতে ওই পরিবার ছাড়াও আরও কয়েকটি পরিবার ভাড়া থাকে। তাঁদের তরফে একাধিকবার ওই বাড়ি সংস্করণের দাবি জানানো হলেও, বাড়ির মালিক তাতে গুরুত্ব দেননি। কোনও কথাই কানে তোলেনি সেই ব্যক্তি। যার ফলাফল আপাতত চোখের সামনে। এদিন এক এলাকাবাসী বলেন, ‘অনেকবার বাড়িওয়ালাকে বলা হয়েছিল। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। উপরের ফ্ল্যাটগুলি তো সব ঠিক রয়েছে। এনারা গরিব মানুষ, মারা পড়লেন। এটা ঠিক নয়।’
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ওই বাড়ির চারপাশে গার্ডরেল বসিয়েছেন পুলিশ কর্মীরা। তবে বাড়ির মালিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে পুরসভা। খতিয়ে দেখা হতে পারে বাড়ির পরিস্থিতিও।