Voters list: নজর ভুয়ো ভোটারে, বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা জেনে নিন
Voters list: নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬০ লক্ষ ১৪ হাজার ৭১৬। সেই সংখ্যাই চূড়ান্ত তালিকায় বেড়ে হয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩। খসড়ায় সেই সংখ্যা ছিল ৩ কোটি ৮৬ লক্ষ ১৪ হাজার ৩।
কলকাতা: পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটার সংখ্যা কত? চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানাল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এখন মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। পুরুষ ভোটার ও মহিলা ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। রাজনৈতিক দলগুলির অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। চূড়ান্ত তালিকা তৈরির সময় ভুয়ো ভোটারের উপর বাড়তি নজর রেখেছিল কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬০ লক্ষ ১৪ হাজার ৭১৬। সেই সংখ্যাই চূড়ান্ত তালিকায় বেড়ে হয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩। খসড়ায় সেই সংখ্যা ছিল ৩ কোটি ৮৬ লক্ষ ১৪ হাজার ৩।
পশ্চিমবঙ্গে ভোটারদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। খসড়ায় ছিল ৩ কোটি ৭৩ লক্ষ ৯৮ হাজার ৯২৭ জন। চূড়ান্ত ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১,৮১১। খসড়ায় সেই সংখ্যা ছিল ১,৭৮৬।
এই খবরটিও পড়ুন
কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নতুন সংযোজন হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জনের নাম। চূড়ান্ত তালিকায় বিয়োজন হয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। তার মধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯০২। একই ব্যক্তির নাম তালিকায় একাধিকবার রয়েছে, এমন সংখ্যা ৯ হাজার ১৩০। কমিশন জানিয়েছে, স্থান পরিবর্তন করেছেন ২ লক্ষ ৮৬ হাজার ৬৩৮ জন ভোটার।
কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতের কোনও পরিবর্তন হয়নি। চূড়ান্ত তালিকায় লিঙ্গ অনুপাত ৯৬৯। খসড়াতেও সংখ্যা একই ছিল। ১৮-১৯ বছরের ভোটারের হার খসড়া তালিকায় ছিল ০.৯৬ শতাংশ। চূড়ান্ত তালিকায় সেটা বেড়ে হয়েছে ১.৭৪ শতাংশ।
ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দিকে বাড়তি নজর দিয়েছিল কমিশন। রাজনৈতিক দলগুলির অভিযোগের পর এবার ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সাত লক্ষ জনের। নতুন ভোটারের সংখ্যা দশ লক্ষের বেশি। কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আপডেট কর্মসূচি চালু থাকবে।