ECI on Kakoli Ghosh Dastidar: বিভ্রান্তিকর! কাকলির দাবি উড়িয়ে কমিশন জানাল কেন শুনানিতে ডাকা হয়েছে তাঁর পরিবারের সদস্যদের
কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে লিঙ্কেজ না থাকার জন্যই ডাকা হয়েছে সাংসদের পরিবারের লোকজনকে। টুইট করে স্পষ্ট করেছে কমিশন। তবে কমিশনের তরফে এও জানানো হয়েছে, সাংসদের বৃদ্ধা মাকে হাজিরার জন্য বাইরে বেরতে হবে। বাড়ি গিয়েই শুনানি করা হবে।

বারাসত: খসড়া তালিকায় নেই নাম। এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে ডাকা হয়েছিল বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র। এর পাশাপাশি শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এরপরই মুখ খুলল কমিশন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে কেন ডেকে পাঠানো হয়েছে তাঁদের?
কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে লিঙ্কেজ না থাকার জন্যই ডাকা হয়েছে সাংসদের পরিবারের লোকজনকে। টুইট করে স্পষ্ট করেছে কমিশন। তবে কমিশনের তরফে এও জানানো হয়েছে, সাংসদের বৃদ্ধা মাকে হাজিরার জন্য বাইরে বেরতে হবে না। বাড়ি গিয়েই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
The Claim is misleading. The Enumeration forms clearly shows that there is no linkage. So they are called for hearing as per relevant provisions of the notification of ECI.#ECI@ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @AIRKolkata pic.twitter.com/TXIxGHMH0y
— CEO West Bengal (@CEOWestBengal) December 27, 2025
গতকাল টিভি ৯ বাংলাকে কাকলি বলেছিলেন, “খসড়া তালিকা দেখতে গিয়ে দেখা যায়, আমার দুই ছেলের নাম নেই। তাঁদের হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছে। তাঁদের বাবা (রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার) একজন প্রাক্তন মন্ত্রী। আমি চারবারের সাংসদ। দুই পুত্র সরকারি চাকুরে। হিয়ারিংয়ে যাবে। কিন্তু, কীভাবে এসআইআর হচ্ছে, তা সহজেই অনুমেয়। প্রত্যন্ত এলাকার মানুষ, যাদের এত যোগাযোগ নেই, হিয়ারিংয়ে কী চাইছে জানে না, তাদের তো হেনস্থা করা হচ্ছে। জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা। আমার মা ও বোন অন্য বুথের ভোটার। তাদেরও নাম নেই।”
খসড়া তালিকায় নাম না ওঠার জন্য প্রথম থেকেই সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ। তিনি প্রশ্ন তুলেছিলেন এসআইআর এর স্বচ্ছতা নিয়ে। কাকলি বক্তব্য ছিল, তিনি দীর্ঘ দিন ধরে একই বুথের ভোটার। তাঁর দুই পুত্র প্রতিষ্ঠিত চিকিৎসক। তার পরেও কী ভাবে শুনানিতে বাড়ির চার জনের ডাক পড়ে? এরপরই
