Rakesh Singh’s Son Arrested: এখনও ‘গায়েব’ রাকেশ সিং, বাবাকে না পেয়ে ছেলেকেই গ্রেফতার করল পুলিশ

Congress Office Vandalized: বিধান ভবনে হামলার পর থেকে পুলিশ বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছে। একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল। রাকেশ সিংকে খুঁজতে গিয়েই পুলিশ গোপন সূত্রে জানতে পারে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন।

Rakesh Singhs Son Arrested: এখনও গায়েব রাকেশ সিং, বাবাকে না পেয়ে ছেলেকেই গ্রেফতার করল পুলিশ
গ্রেফতার রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 01, 2025 | 9:31 AM

কলকাতা: বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেফতার! বিজেপি নেতা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। পশ্চিমবঙ্গের কংগ্রেস অফিস ভাঙচুরের পর থেকেই পুলিশ তাঁকে খুজছিল। আজ, সোমবার পুলিশ তাঁর ছেলে শিবম সিংকে গ্রেফতার করে।

মৌলালির বিধান ভবনে হামলার পর থেকে পুলিশ বিজেপি নেতা রাকেশ সিংকে খুঁজছে। একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছিল। রাকেশ সিংকে খুঁজতে গিয়েই পুলিশ গোপন সূত্রে জানতে পারে তিনি একটি গাড়ি নিয়ে ঘুরছেন। এই গাড়িটিই প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের সময় ব্যবহার করা হয়েছিল।

এরপর গতকাল রাতে (৩১ অগস্ট) রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়।  কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, রাকেশ সিং নেই।  তাঁর ছেলে শিবমের কাছে গাড়ির চাবি রয়েছে। এমনকী, গাড়িটিও শিবমের নামে। রাকেশ সিং কোথায়, তা জানার জন্য জেরা করা হলেও শিবম কোনও তথ্য জানাননি। শিবমের কথায় অসঙ্গতি মেলে। তদন্তে অসহযোগিতা এবং হামলায় ব্যবহৃত গাড়িটি শিবমের হওয়ায়, বিজেপি নেতার ছেলেকে গ্রেফতার করা হয়। এখনও পুলিশ রাকেশ সিংকে খুঁজছে।

প্রসঙ্গত, দুই দিন আগেই বিহারের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর  মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। এই ঘটনার আঁচে কলকাতার মৌলালিতে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বেই এই হামলা চলেছিল। সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়ে, ছবি ছিঁড়ে দেওয়া হয়।