
কলকাতা: সকাল তখন সোয়া দশটা। এক যুবতীকে সঙ্গে নিয়ে এন্টালি থানায় ঢুকলেন এক যুবক। তাঁর পরনে রাজ্য পুলিশের পোশাক। সেখানে লেখা রাজ্য পুলিশের ইন্সপেক্টর। হঠাৎ রাজ্য পুলিশের এক ইন্সপেক্টর এন্টালি থানায় কেন? ক্রমে তাঁর কথাবার্তায় সন্দেহ বাড়ল এন্টালি থানার পুলিশের। তখন তাঁকে চেপে ধরতেই সামনে এল আসল তথ্য। প্রেমিকাকে ইমপ্রেস করতে গিয়ে হাতকড়া পড়ল ওই যুবকের হাতে।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দীপ্তেন্দু বাগ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ে। এদিন সকালে নিজের প্রেমিকাকে নিয়ে এন্টালি থানায় আসেন তিনি। তিনি রাজ্য পুলিশের ইন্সপেক্টর বলে প্রেমিকাকে জানিয়েছিলেন। নিজের গুরুত্ব বোঝাতেই প্রেমিকাকে নিয়ে থানায় হাজির হন। কিন্তু, তাঁর ব্যবহারে সন্দেহ হয় পুলিশের। তখন ওই যুবতীকে পুলিশ জিজ্ঞাসা করে, তিনি দীপ্তেন্দুকে কতদিন ধরে চেনেন? দীপ্তেন্দু কতদিন ধরে পুলিশে রয়েছেন? যুবতী জানান, বছর তিনেক আগে পুলিশে চাকরি পেয়েছেন বলে তাঁকে জানিয়েছেন দীপ্তেন্দু। কিন্তু, তিন বছরের মধ্যে রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদে কী করে বসলেন ওই যুবক, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।
ধৃত যুবক
দীপ্তেন্দুকে একের পর এক প্রশ্ন করতে থাকেন পুলিশকর্মীরা। তখনই সামনে বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায়, প্রেমিকার মন পেতেই এমন করেছেন তিনি। পুলিশের অনেকের সঙ্গেই তাঁর পরিচয় রয়েছে বলে জানিয়েছিলেন। সেজন্যই প্রেমিকাকে এন্টালি থানায় নিয়ে এসেছিলেন। পুলিশের পোশাক পরে ভুয়ো পরিচয় দেওয়ায় গ্রেফতার করা হয়েছে দীপ্তেন্দুকে। তবে তাঁর প্রেমিকাকে গ্রেফতার করা হয়নি।
ধৃত যুবক কোথা থেকে পুলিশের পোশাক পেলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।