কলকাতা: সল্টলেকে জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। গত কয়েক দিন ধরেই বইমেলা ঘিরে উপচে পড়ছে ভিড়। ২৮ জানুয়ারি ছিল বইমেলার শেষ রবিবার। ছুটির দিনে বইমেলায় উপচে পড়া বিড়ের আশা করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু রবিবার প্রত্যাশা মতো ভিড় হয়নি কলকাতা বইমেলায়। গুটি কতক প্রকাশনী সংস্থার স্টলে ভিড় ছাড়া রবিবারের নিরিখে অনেকটা ফাঁকাই ছিল বইমেলা প্রাঙ্গন।
বইমেলায় একটি বড় অংশের মানুষ যত না বই কিনতে আসেন, তার থেকে বেশি আসেন খাবার খেতে। এ ধরনের অভিযোগ গত কয়েক বছর ধরেই সামনে এসেছে। এ বারও তার অন্যথা হয়নি। বই না ফিশফ্রাই? এ বারের বইমেলায় ট্রেন্ডিং কোনটা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কেউ কেউ খাওয়াদাওয়ার দিকে মন দিলেও, অনেকেই স্টলে স্টলে ঘুরে খোঁজ করেছেন নিজেদের পছন্দের বই। এমনকি রবিরার জেলার বিভিন্ন প্রান্ত থেকেও বইপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন পুস্তকমেলায়।
মালদা থেকে বইমেলায় এসেছিলেন এক যুবক। বন্ধুর সঙ্গেই এসেছেন তিনি। বইও কিনেছেন। এ বছরই প্রথমবার তিনি কলকাতা বইমেলায় এসেছিলেন বলে জানিয়েছেন। অপর এক যুবক বইমেলায় বিদেশী প্রকাশনার স্টল তেমন দেখেননি বলে অভিযোগ জানিয়েছেন। প্রতি বছর বইমেলায় আসা এক যুবতী মনে করছেন, গত বছরের তুলনায় ভিড় কম হয়েছে বইমেলায়।