
মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছিলেন। জেলায় জেলায় ভুয়ো ভোটার ধরতে নেতাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি। অভিযোগ ছিল ভিনরাজ্যের ভোটাররা বাংলার ভোটার লিস্টে নাম তুলছেন। সেই সময় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। অভিযোগ ওঠে, অনেকেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে ভারতীয় ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। সেই সময় প্রশাসনিক কর্মীদের একাংশকেই নিশানা করেন একাধিক নেতা-মন্ত্রী। এবার শুরু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষার তোড়জোড়। তার আগেই সর্ষের মধ্যে বেরিয়ে এল ভূত! কমিশনের মধ্যেই ঘটছে বেনিয়ম! সরকারি কর্মীদের একাংশকেই তোপ দাগেন শাসকদলের নেতারা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক...