বদলে যাচ্ছে দিঘার DNA, হয়ে যাচ্ছে ‘পুরী’র মতোই ধর্মীয় স্থান! কী কী থাকছে জগন্নাথ মন্দিরে? কে করবেন পুজো?

Digha Jagannath Temple: পুরীতে যেমন জগন্নাথ মন্দির চত্বরের মধ্যে আরও একাধিক মন্দির রয়েছে, তেমনই দিঘার মন্দির চত্বরেও থাকবে একাধিক ছোট ছোট মন্দির। থাকবে রাধা-কৃষ্ণ ও বিমলা মন্দির।

বদলে যাচ্ছে দিঘার DNA, হয়ে যাচ্ছে পুরীর মতোই ধর্মীয় স্থান! কী কী থাকছে জগন্নাথ মন্দিরে? কে করবেন পুজো?

Feb 25, 2025 | 6:00 PM

দিঘা-পুরী নিয়ে বাঙালির আবেগের কথা সর্বজনবিদিত। দিন দুয়েকের ছুটি পেলেই কেল্লাফতে। একটু অক্সিজেন নিতে হাতছানি দেয় দুই সৈকত শহর। পুরীতে আবার উপরি পাওয়া ‘জগন্নাথ-দর্শন’। ভারতের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম চার প্রান্তে যে চার ধাম রয়েছে, তার মধ্যে অন্য়তম পুরীর জগন্নাথ মন্দির। শুধু ধর্ম নয়, ঐতিহ্য-সংস্কৃতি-স্থাপত্যের নিদর্শন হয়ে রয়েছে এই মন্দির। মুখে মুখে ফেরে এই মন্দিরের মাহাত্ম্যের কথা। এবার অবিকল সেরকম মন্দিরই তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই লাল পাথর, সেই মূর্তি, সেই উচ্চতা- অবিকল পুরীর জগন্নাথ ধাম হাজির দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী মাথা তুলেছে যে মন্দির, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কোথায়, কেমন হচ্ছে সেই মন্দির ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন