EXPLAINED: চিহ্নিত অযোগ্য কারা? রাজ্য কেন তাদের হয়ে সওয়াল করল?

SSC Scam: বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ‘অযোগ্য’রা দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে চাকরি পেয়েছিলেন। তাই তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলে ‘দুর্নীতি’র দায়ে যে চাকরি বাতিল হয়েছে সেই চাকরি দেখিয়ে অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পেয়ে যাবেন।

EXPLAINED: চিহ্নিত অযোগ্য কারা? রাজ্য কেন তাদের হয়ে সওয়াল করল?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 13, 2025 | 11:35 AM

গত ৩ এপ্রিল সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫২ জনের। তার মধ্যে রয়েছেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানায় যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। কিন্তু তার মধ্যেই বেশ কয়েকজনকে নির্দিষ্টভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। সেই নির্দেশ দেওয়ার সময়, আদালত স্পষ্ট করে দেয়, চিহ্নিত অযোগ্যদের চাকরি তো বাতিল হবেই, পাশাপাশি তাঁদের সুদ সমেত বেতনও ফেরত দিতে হবে। সেই নির্দেশের মাস তিনেক পর আবারও অযোগ্যদের নিয়ে চর্চা। হাইকোর্টে সেই অযোগ্যদের জন্য সওয়াল করল রাজ্য, যা ‘দুঃখজনক’ বলে উল্লেখ করল আদালত। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন