Explained: হুমায়ুনকে ‘কাঁচি’, কার লাভ, কার ক্ষতি

বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় এই মুর্শিদাবাদেই তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতেন। ২০২১-এ অর্থাৎ যে ভোটের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দিলেন, সেই ভোটেই খেলা ঘুরে গেল। জেলার ২২টি আসনের ২০টিতে জয়ী হল তৃণমূল।

Explained: হুমায়ুনকে কাঁচি, কার লাভ, কার ক্ষতি

Dec 12, 2025 | 11:34 AM

কলকাতা: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার বিষয়টা খুব একটা আকস্মিক নয়। গত কয়েকমাস ধরেই আবহ তৈরি হচ্ছিল। যেদিন হুমায়ুন বলেছিলেন, মুর্শিদাবাদ জেলায় দলকে ২০ থেকে ১০-এ নামাব, যেদিন ঘোষণা করেছিলেন নিজের দল গড়তে চান, সেদিনই কেন তৃণমূল কোনও কড়া সিদ্ধান্ত নিল না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে হুমায়ুন যেন এমন একটা সিদ্ধান্তের জন্য তৈরিই ছিলেন। বাবরি মসজিদ থেকে নিজের দল, ছক একেবারে সাজানো। হুমায়ুনকে সরানোর এই সিদ্ধান্তে আখেরে কি লাভ হল শাসক দলের নাকি আদতে ‘জিতে’ গেলেন হুমায়ুন? ২৬-এ ঘুরবে খেলা! লাভ-ক্ষতি বুঝতে গেলে জেলার রাজনৈতিক চিত্রটা একটু জানতে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন