
কলকাতা: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার বিষয়টা খুব একটা আকস্মিক নয়। গত কয়েকমাস ধরেই আবহ তৈরি হচ্ছিল। যেদিন হুমায়ুন বলেছিলেন, মুর্শিদাবাদ জেলায় দলকে ২০ থেকে ১০-এ নামাব, যেদিন ঘোষণা করেছিলেন নিজের দল গড়তে চান, সেদিনই কেন তৃণমূল কোনও কড়া সিদ্ধান্ত নিল না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে হুমায়ুন যেন এমন একটা সিদ্ধান্তের জন্য তৈরিই ছিলেন। বাবরি মসজিদ থেকে নিজের দল, ছক একেবারে সাজানো। হুমায়ুনকে সরানোর এই সিদ্ধান্তে আখেরে কি লাভ হল শাসক দলের নাকি আদতে ‘জিতে’ গেলেন হুমায়ুন? ২৬-এ ঘুরবে খেলা! লাভ-ক্ষতি বুঝতে গেলে জেলার রাজনৈতিক চিত্রটা একটু জানতে...