ভোট এলে জোট শেষ, ভোট গেলেই জোট শুরু! সত্যি কি বিচিত্র I.N.D.I.A

ভুয়ো ভোটার তালিকা নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়। সে কথা শুনেই তৃণমূলের সুরে সুর মেলান রাহুল গান্ধী। তিনি বলে ওঠেন, 'ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যাথাই নেই।'

ভোট এলে জোট শেষ, ভোট গেলেই জোট শুরু! সত্যি কি বিচিত্র I.N.D.I.A
Image Credit source: GFX- TV9 Bangla

Apr 08, 2025 | 6:46 PM

নয়া দিল্লি: বিজেপি-বিরোধী জোটের মুখ হবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, ‘ইন্ডিয়া’-র শরিকদের অনেকের মুখেই এ কথা শোনা গিয়েছে। তবে, ২০২৫-এর শুরুতেই তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬-এ দল একাই লড়বে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। কংগ্রেস বা অন্য কোনও দলের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন না, তা স্পষ্ট। আর একা লড়েই দুই-তৃতীয়াংশ আসন পাবেন বলেই আত্মবিশ্বাসী তিনি। সাম্প্রতিককালে সংসদে বিভিন্ন ইস্যুতে একে অপরের পাশে দাঁড়াচ্ছে তারা, সমর্থন করছে পরস্পরকে। অথচ ভোট এলেই একা পথচলার ডাক। লোকসভা থেকে বিধানসভা- সব ক্ষেত্রেই একই অঙ্ক। কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূলের সমীকরণটা ঠিক কী? এই লুকোচুরি খেলায় কোন রাজনৈতিক লাভ হচ্ছে? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন