
কলকাতা: হাতে আর মাত্র কটা দিন। তারপরেই ঢাকে পড়বে কাঠি। এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে তিলোত্তমা। জোরকদমে চলছে কেনাকাটা। ভিড় বাড়ছে বাজারগুলিতে। এরইমধ্যে আম-আদমির কথা ভেবে বড় ঘোষণা করে দিল কলকাতা মেট্রো। প্রাক পুজো উপলক্ষে শনি ও রবিবার স্পেশাল মেট্রো চলবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষেও বিশেষ পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিশেষ পরিবেষা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই তারিখের মধ্যে শনিবার রয়েছে ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর, ১৪ অক্টোবর। মেট্রো ঘোষিত তারিখের মধ্যে রবিবার রয়েছে ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর, ১৫ অক্টোবর।
কলকাতা মেট্রো সূত্রে খবর, এখন শনিবার দিনভর ২৩৪ টি চলে মেট্রো চলাচল করে। প্রাক পুজো উপলক্ষে সেই সংখ্যা বেড়ে হচ্ছে ২৮৮ টি। রবিবার দিন চলে ১৩০টি মেট্রো। সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১৬৪টি। গান্ধী জয়ন্তীর দিন সংখ্যাটা থাকবে ২৩৪। একইসঙ্গে প্রথম ও শেষ মেট্রোর সময় সীমার কোনো পরিবর্তন হচ্ছে না, এ কথাও জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে। প্রসঙ্গত, প্রতি পুজোতেই ভিড় সামাল দিতে রাতভর অতিরিক্ত মেট্রো চালানো হয়। সূত্রের খবর, এবারও দেখা যাবে সেই ছবি। কিন্তু, প্রাক পুজো অতিরিক্ত মেট্রো চালানোর নজির খুব একটা নেই বলেই মত অনেকের। সেখানে মেট্রোর এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন সাধারণ মানুষ।