কলকাতা: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হচ্ছে একের পর এক ব্যক্তি। এবার এই ঘটনার তদন্তে নামতে পিঁয়াজের খোলার মত উঠে আসছে একের পর এক তথ্য। জানা যাচ্ছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আগেই গ্রেফতার হওয়া পলাশ বিশ্বাস নামে এক ব্যক্তি। এবার তদন্তে নামতেই তার ঠিকুজিকুষ্ঠি ফাঁস করল পুলিশ।
জানা যাচ্ছে, ধৃত পলাশ বিশ্বাস আদতে বাংলাদেশের বাসিন্দা। তার আসল নাম চয়ন বড়ুয়া। আদতে সে বাংলাদেশের চট্টোগ্রামের বাসিন্দা। সেখানেই সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। পরবর্তী অর্থাৎ ২০২১ সাল নাগাদ ভারত-বাংলাদেশের অসম সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করে। তারপর দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল।
এরপর বেশ কয়েকমাস আগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গঙ্গানগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তের বিদেশ যাওয়ারও পরিকল্পনা ছিল। সেই কারণে টাকা বিনিময়ে ভুয়ো পাসপোর্ট তৈরির করত। এমনকী ভিসার জন্যও সে আবেদনও করেছিল। কিন্তু লাভের লাভ হল না। বিদেশ পাড়ি দেওয়ার আগেই বাংলার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।