
কলকাতা: ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে গ্রেফতার এক। জানা গিয়েছে, ধৃতের নাম বাদল সাহানি। তিনি ইকবালপুরের বাসিন্দা। রবিবার তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল।
জানা গিয়েছে, গোসাবা পাঠানখালি থেকে ইস্যু হয় জন্ম শংসাপত্রটি। যা দেখেই প্রাথমিক সন্দেহ হয় আধিকারিকদের। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়েই বিপাকে পড়েন বাদল। চলতি বছরের ১০ মার্চ পাসপোর্টের জন্য আবেদন করেন বাদল। আধিকারিকদের আবেদনপত্র দেখেই সন্দেহ হয়। তদন্তে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল, SCO। তারপর বাদলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় বাদলকে। রবিবার আদালতে পেশ করা হলে ৩ তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, বাদল বিএডের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই জাল নথি নিয়ে পাসপোর্ট তৈরির আবেদন জানান। তাতেই সামনে আসে এই তথ্য। এর আগে জাল পাসপোর্টচক্রের পাণ্ডা পাকিস্তানি আজাদকে জালে নিয়েছেন তদন্তকারীরা।