Fake Vaccine: ভরসন্ধ্যায় দেবাঞ্জনকে নিয়ে মাদুরদহের বাড়িতে লালবাজারের গোয়েন্দারা

দেবাঞ্জনের কর্মকাণ্ডের এক বড় অংশ চলত তাঁর এই বাড়ি থেকেই। ফলে এখান থেকে নতুন কিছু সূত্র মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Fake Vaccine: ভরসন্ধ্যায় দেবাঞ্জনকে নিয়ে মাদুরদহের বাড়িতে লালবাজারের গোয়েন্দারা
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Jun 27, 2021 | 7:48 PM

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) দেবাঞ্জন দেবের বাড়িতে তল্লাশি। রবিবার সন্ধ্যায় দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে তাঁর মাদুরদহের বাড়িতে যান তদন্তকারীরা। নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, তারই সন্ধানে এই তল্লাশি।

এদিন সন্ধ্যায় হঠাৎই কলকাতা পুলিশের গোয়েন্দার একটি গাড়ি এসে থামে দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতে। এর পরই সেই গাড়িতে থেকে ৬-৭ জন লালবাজারের আধিকারিকের পাশাপাশি নামতে দেখা যায় দেবাঞ্জনকেও। তাঁকে নিয়েই বাড়িতে ঢোকেন তাঁরা। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে সেখানে তল্লাশি চলে। মূলত দেবাঞ্জনের বাড়িতে কোন কোন নথিপত্র রয়েছে তা খুঁজতেই এই অভিযান।

আরও পড়ুন: ফের তৃণমূলে রদবদলের সম্ভাবনা! আগামী সপ্তাহেই হতে পারে বড় ঘোষণা

অভিযোগ, দেবাঞ্জনের কর্মকাণ্ডের এক বড় অংশ চলত তাঁর এই বাড়ি থেকেই। ফলে এখান থেকে নতুন কিছু সূত্র মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মাদুরদহের এই বাড়িতে ঢোকে তদন্তকারীরা। তিনতলা বাড়ির প্রতিটি ঘরে গিয়ে তল্লাশি চালানো হয়। দেবাঞ্জনের যাবতীয় নথি ঘেঁটে দেখে তারা। পাশাপাশি দেবাঞ্জনের স্কুল-কলেজের মার্কশিট-সহ অন্যান্য নথিও খতিয়ে দেখে বলেই সূত্রের খবর।