
কলকাতা: নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উদ্বিগ্ন কেন্দ্রও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের তরফে বিশেষজ্ঞদের টিমও পাঠানো হচ্ছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, এই সংক্রমণের কোনও চিকিৎসা নেই, কোনও ওষুধও নেই। তাই উপসর্গগুলো চিনে রাখা খুব জরুরি।
চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, এই ভাইরাস শরীরে প্রবেশ করার ৪ থেকে ১৪ দিন পর উপসর্গগুলো দেখা দিতে শুরু করে। যেহেতু এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই প্রতিরোধই একমাত্র উপায় বলে জানাচ্ছেন তিনি। চিকিৎসকের বক্তব্য, গ্রামাঞ্চলে এই রোগের বিষয়ে অনেকেই জানেন না, সতর্কতাও নেই কোনও। তাই টিম পাঠিয়ে সেখানে সতর্ক করা উচিত বলে মনে করেন তিনি।
নিপা সংক্রমণের উপসর্গগুলি কী কী
-জ্বর
-গা হাতে পায়ে ব্যাথা
-মাথা ব্যাথা
–বমি বমি ভাব
-গলা ব্যাথা
-খিঁচুনি
-অজ্ঞান হয়ে যাওয়া
-শ্বাসকষ্ট
-মাথা ঠিকমতো কাজ করে না
মূলত বাদুড় থেকেই ছড়ায় এই রোগ। বাংলায় যে দুজন আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে কীভাবে এই ভাইরাস প্রবেশ করল, তা স্পষ্ট নয়। বারাসতে কর্মরত ওই দুই স্বাস্থ্যকর্মীর একজনের বাড়ি নদিয়ায়, অপরজনের বাড়ি বর্ধমানে। তিন জেলাতেই তাই বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়ছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।