Acropolis Mall: ফের আগুন অ্যাক্রোপলিস মলে, ৫ মাস পরই ফিরল একই ছবি

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 18, 2024 | 11:42 AM

Acropolis Mall: পাঁচ মাস আগে অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লাগে। রীতিমতো আতঙ্ক ছড়ায়। বেশ কিছুদিন বন্ধও রাখা হয় মল।

Acropolis Mall: ফের আগুন অ্যাক্রোপলিস মলে, ৫ মাস পরই ফিরল একই ছবি
শপিং মলে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়েই আগুন লাগে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। তাঁদের জানানো হয়েছে যে ফুড কোর্টে আগুন লেগেছে। ধোঁয়াও বেরতে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাস পাঁচেক আগেই কসবার এই মলের ফুড কোর্টে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার ফের সেই একই ছবি।

মলের থার্ড ফ্লোরে যে ফুড কোর্ট আছে, সেখানেই আগুন লাগে। সেই আগুন খুব বড় আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মলের নিজস্ব অগ্নিনির্বাপণ পদ্ধতিতেই নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে। এদিন সকালে মলে গেলেও ভিতরে প্রবেশ করতে পারেননি সাধারণ মানুষ। বাকি স্টোরগুলি একে একে খোলা হচ্ছে।

ঠিক পাঁচ মাস আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার জেরে প্রায় ২ মাস বন্ধ রাখা হয়েছিল শপিং মল। পরবর্তীতে খুললেও আবারও অগ্নিকাণ্ডের জেরে বাড়ল বিতর্ক। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, খাবার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়।

Next Article