Fire at bowbazar: বউবাজারে বহুতলের বেসমেন্টে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের

Soma Das | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2023 | 9:23 AM

Fire at bowbazar: শুক্রবার সকালে আচমকাই আগুন লেগে যায় এক বহুতলের বেসমেন্টে। রাসায়নিক থাকায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়ে যাচ্ছে।

Fire at bowbazar: বউবাজারে বহুতলের বেসমেন্টে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের
বউ বাজারে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। সাত সকালে বিকট শব্দে ঘুম ভেঙে যায় আবাসনের বাসিন্দাদের। তাঁরা দেখতে পান চারপাশ ঢেকে গিয়েছে ধোঁয়ায়। বেসমেন্টে থাকা রাসায়নিকের গোডাউনে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। বউ বাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওই বহুতলে একাধিক পরিবারের বাস। তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। একে একে বাইরে বের করে আনা হচ্ছে বহুতলের বাসিন্দাদের। সরু গুলি দিয়ে তাঁদের বের করে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কীভাবে ওই আগুন লাগল, তা এখনও স্পষ্ট।

শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে বিবিগাঙ্গুলি স্ট্রিটের ওই বহুতলে। গ্রাউন্ড ফ্লোর নিয়ে আটত তলা ওই বিল্ডিং। নীচের তলায় রয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের কার্যালয়। বহুতলটির একদিক বাণিজ্যিক কাজে ব্যবহার হয় আর ওপরের দিকে থাকেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার মধ্যে আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

নীচে রাসায়নিক পদার্থ তথা আঠার বাক্স মজুত থাকায় প্রচুর ধোঁয়া বেরতে শুরু করে। বিশেষ জ্যাকেট এবং মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকলকর্মীরা। আবাসনের এক বাসিন্দা জানান, তিনি যখন সকালে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন, তখনই বিষয়টি নজরে পড়ে তাঁর। তিনি জানিয়েছেন, রাসায়নিকের গোডাউন নিয়ে আপত্তি জানিয়েছিলেন অনেক বাসিন্দাই, তবে কোনও লাভ হয়নি।

Next Article