Fire in Kolkata: সাত সকালে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন, ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 01, 2025 | 9:38 AM

Fire in Kolkata: পরপর দোকানে আগুন লেগে যেতে পারে বলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন।

Fire in Kolkata: সাত সকালে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন, ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা

Follow Us

কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন লেগে গেল একটি পানশালায়। ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। পরপর রয়েছে দোকান, রেস্তোরাঁ, ফলে আগুন ছড়িয়ে পড়বে, এই আশঙ্কায় রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন।

কলকাতা পুরনিগমের পাশেই একটি পানশালায় আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বারের সঙ্গে থাকা রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন লেগে যায়। আগুনে পুড়ে গিয়েছে পানশালার বেশ কিছুটা অংশ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর।

ধর্মতলা অত্যন্ত জনবহুল এলাকা। সকাল থেকেই বহু মানুষের আনাগোনা শুরু হয় ওই অঞ্চলে। ফলে, ধোঁয়া দেখে ভয় পেয়ে যান সবাই। কয়েকদিন আগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই সেই বিল্ডিং থেকে বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।