লেনিন সরণিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
সূত্রের খবর, ১৫৭/সি লেনিন সরণির জ্যোতি সিনেমা লাগোয়া একটি বাড়িতে অগ্নিকান্ড। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন।
ফের শহরে আগুন। ভোটের উত্তাপের মাঝেই জতুগৃহ লেনিন সরণি। সূত্রের খবর, ১৫৭/সি লেনিন সরণির জ্যোতি সিনেমা লাগোয়া একটি বাড়ি থেকে আগুনের ধোঁয়া নজরে আসে স্থানীয়দের। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় নিরাপদে বাসিন্দারা। ঘটনায় এখনও পর্যন্ত কারোর আহত হওয়ার খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দলকলবাহিনী। কীভাবে আগুন লাগল, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।
[embedyt] https://www.youtube.com/watch?v=7sIDgtigqWY[/embedyt]
Published on: Apr 02, 2021 05:13 PM